TRENDING:

Golden Globe Awards: সিনেমার স্বাদও দেশি, গোল্ডেন গ্লোবে পরণেও দেশি! রাজমৌলির নিজস্বতা, রইল ফটো

Last Updated:

আমেরিকার মঞ্চ কাঁপিয়ে বিশ্বজয় করেও ভারতীয় সফল পরিচালকের পরণের ভারতীয় দেশি পোশাক...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাহুবলী সিনেমা দিয়ে দাক্ষিণত্যের সুপারহিটের সাফল্যের রেসিপিতে গোটা ভারতকে হিলিয়ে দিয়েছিলেন রাজামৌলি৷ এবার আরআরআর নিয়ে দেশের সীমা অতিক্রম করে বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমাকে তুলে নিয়ে গেলেন৷ দেশের তিরঙ্গাকে ওড়ালেন৷ আর গোল্ডেন গ্লোবের রেড কার্পেটেও একেবারে দেশি স্টাইলই বজায় রাখলেন আরআরআর ছবি পরিচালক৷
Golden Globes 2023- Photo Courtesy- Instagram
Golden Globes 2023- Photo Courtesy- Instagram
advertisement

আরআরআর সারা বিশ্বে ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে৷ একাধিক অনুষ্ঠানে প্রচুর সম্মানে ভূষিত হওয়ার পর এবার আমেরিকাতেও ভারতীয় ছবির বড় সাফল্য৷ ভারতীয় সময় বুধবার সকালে ইতিহাস তৈরি করল আরআরআর৷ বেস্ট অরিজিনাল সং- ক্যাটাগরিতে লেডি গাগা, মাভেরিকের মতো সারা বিশ্বের গায়ক-গায়িকাদের গানকে টেক্কা দিল ভারতীয় গান৷

আরও পড়ুন -  ইতিহাসে RRR, সেরা গানের জন্য গোল্ডেন গ্লোব, ভারতীয় সিনেমার সোনার দিন

advertisement

একমাত্র জুনিয়র এনটিআর ও তাঁর স্ত্রী এদিনের অনুষ্ঠানে ওয়েস্টার্ন ফর্ম্যাল পরেছিলেন, বাকি রাজামৌলি ও তাঁর পরিবার এবং রামচরণ তেজা ও তাঁর পরিবার ভারতীয় পোশাকে নিজেদের সাজিয়েছিলেন৷

এদিকে হলিউডের অন্যতম সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো-তে কামাল আরআরআরের৷ গানের ক্যাটাগরিতে নাটু নাটু-র সঙ্গে লড়াইতে ছিল টেলর সুইফটের ক্যারোলিনার ফ্রম হোয়ার ক্রাউডাস সিং, সিওাও পাপা -গুলিরমো ডেল তোরো-র পিনোচিও, লেডি গাগা-র হোল্ড মাই হ্যান্ড - টপ গান, মাভেরিকের লিফট মি আপ - ব্ল্যাক প্যান্থারের মতো অ্যালবামের গান৷ তাদের টেক্কা দিয়ে আরআরআরের নাটু নাটু জিতে নিল গোল্ডেন গ্লোব৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এদিক আরআরআর অরিজিনাল নন ইংলিশ বেস্ট ফিল্ম ক্যাটাগরিতেও মনোনীত হয়েছিল৷ আরআরআরকে নিয়ে গোল্ডেন গ্লোবের মঞ্চে হাজির ছিলেন পরিচালক রাজামৌলি, এছাড়াও জুনিয়র এনটিআর এবং রামচরণ৷ জুনিয়র এনটিআর এবং রামচরণ সিনেমায় স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় অভিনয় করেছিলেন৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Golden Globe Awards: সিনেমার স্বাদও দেশি, গোল্ডেন গ্লোবে পরণেও দেশি! রাজমৌলির নিজস্বতা, রইল ফটো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল