আরআরআর সারা বিশ্বে ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে৷ একাধিক অনুষ্ঠানে প্রচুর সম্মানে ভূষিত হওয়ার পর এবার আমেরিকাতেও ভারতীয় ছবির বড় সাফল্য৷ ভারতীয় সময় বুধবার সকালে ইতিহাস তৈরি করল আরআরআর৷ বেস্ট অরিজিনাল সং- ক্যাটাগরিতে লেডি গাগা, মাভেরিকের মতো সারা বিশ্বের গায়ক-গায়িকাদের গানকে টেক্কা দিল ভারতীয় গান৷
আরও পড়ুন - ইতিহাসে RRR, সেরা গানের জন্য গোল্ডেন গ্লোব, ভারতীয় সিনেমার সোনার দিন
advertisement
একমাত্র জুনিয়র এনটিআর ও তাঁর স্ত্রী এদিনের অনুষ্ঠানে ওয়েস্টার্ন ফর্ম্যাল পরেছিলেন, বাকি রাজামৌলি ও তাঁর পরিবার এবং রামচরণ তেজা ও তাঁর পরিবার ভারতীয় পোশাকে নিজেদের সাজিয়েছিলেন৷
এদিকে হলিউডের অন্যতম সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো-তে কামাল আরআরআরের৷ গানের ক্যাটাগরিতে নাটু নাটু-র সঙ্গে লড়াইতে ছিল টেলর সুইফটের ক্যারোলিনার ফ্রম হোয়ার ক্রাউডাস সিং, সিওাও পাপা -গুলিরমো ডেল তোরো-র পিনোচিও, লেডি গাগা-র হোল্ড মাই হ্যান্ড - টপ গান, মাভেরিকের লিফট মি আপ - ব্ল্যাক প্যান্থারের মতো অ্যালবামের গান৷ তাদের টেক্কা দিয়ে আরআরআরের নাটু নাটু জিতে নিল গোল্ডেন গ্লোব৷
এদিক আরআরআর অরিজিনাল নন ইংলিশ বেস্ট ফিল্ম ক্যাটাগরিতেও মনোনীত হয়েছিল৷ আরআরআরকে নিয়ে গোল্ডেন গ্লোবের মঞ্চে হাজির ছিলেন পরিচালক রাজামৌলি, এছাড়াও জুনিয়র এনটিআর এবং রামচরণ৷ জুনিয়র এনটিআর এবং রামচরণ সিনেমায় স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় অভিনয় করেছিলেন৷