সাওয়ান্ত জানান, “প্রথমে, আমি এটা পরিষ্কার করতে চাই যে অনেক ট্রান্সজেন্ডার অভিনেতা আছেন যাঁদের এই প্রজেক্টে দেখা যাবে। যাঁদের একটি পুঙ্খানুপুঙ্খ অডিশন প্রক্রিয়ার পর বাছাই করা হয়েছে। আমিও এই প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছি। অভিনেত্রী হিসেবে নয়, অন্য় একভাবে। সুতরাং, এটা নয় যে শুধু সুস্মিতাই এই প্রজেক্টে অভিনয় করছেন”।
আরও পড়ুন: মধুমিতাকে জড়িয়ে মদন! 'পাখি'র নতুন উড়ান নিয়ে ব্যাপক ট্রোল, নিশানায় বিধায়কও
তিনি আরও বলেন, “সম্প্রদায়ের বেশিরভাগই নারী হতে চেয়েছিলেন এবং সেই কারণেই আমরা শাড়ি পরার সিদ্ধান্ত নিয়েছি। এখন, এটি আমাদের জন্য সম্মানের চিহ্ন যে একজন পুরুষ অভিনেতার পরিবর্তে একজন মহিলা অভিনেতা ভূমিকা পালন করছেন, যা আমরা অতীতে ঘটতে দেখেছি”।
আরও পড়ুন: চাটনি, লুচি, আলু-কপির ডালনা রেঁধেছেন তৃণা, মিষ্টি এনেছেন নীল, লক্ষ্মীপুজোর ভিডিও
সুস্মিতার মতো বিশ্ববিখ্যাত তারকা তাঁর জীবনকে বড় পর্দায় তুলে ধরবেন শুনে আনন্দে আত্মহারা গৌরী। মনে করছেন, তাঁর লড়াই সার্থক। তাঁর গোষ্ঠীর বাকি সদস্যদের কাছেও ‘তালি’ এক বড় জয়!