TRENDING:

Gaatchora Honeymoon: শাড়ি ছেড়ে স্যুইমিং পোশাকে খড়ি-দ্যুতি! চুটিয়ে হানিমুন কাটাচ্ছে গাঁটছড়া টিম! সামনে এল সেই চোখধাঁধানো ভিডিও

Last Updated:

Gaatchora Honeymoon: রাহুল বৌদিকে একধাক্কায় ফেলছেন জলে। তারপরেই আবার দিদি দ্যুতি কোলে তুলে নিচ্ছেন বোন খড়িকে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্টার জলসার 'গাঁটছড়া'। শুরু থেকেই দর্শকদের খুব মনের কাছের সিরিয়াল হয়ে উঠেছে। সন্ধ্যে ৭টা বাজলেই কমবেশি সব বাড়িতেই টিভির সামনে ভিড় জমে। ভট্টাচার্য বাড়ির তিন বোনের সঙ্গে বড়লোক সিংহরায় বাড়ির তিন ছেলের দ্বন্দ্ব চিরকালই। তবে ভট্টাচার্য বাড়ির তিন বোন ইতিমধ্যেই সিংহরায় বাড়ির বউ হয়েছেন। এবার তাঁদের হানিমুনের প্ল্যান করেছেন দাদু-ঠাম্মি এবং গোল বেঁধেছে সেইখানেই।
advertisement

ঋদ্ধিমান-খড়ি তো একেবারেই বেঁকে বসেছেন হানিমুন যাওয়ার নাম শুনে। কিন্তু গৌরবের পোস্ট কিন্তু বলছে অন্য কথা। গোপালপুরে গিয়ে একেবারেই ফুরফুরে মেজাজে দেখা গেছে ঋদ্ধি, খড়ি, রাহুল ও দ্যুতিকে। স্যুইমিং পুলের নীল জলে নায়ক-নায়িকাদের পোশাক কিন্তু গরম বাড়িয়ে তুলেছে দৃশ্যের। একেবারেই সুইমিং কস্টিউমে খড়ি-দ্যুতি। আর সিংহ রায় বাড়ির দুই ছেলে মধুচন্দ্রিমায় গিয়ে স্যুইমিং পুলে অন্তর্বাস পরে দিচ্ছেন লম্বা ঝাঁপ। জলের নীচেও তুলছেন ছবি। রাহুল বৌদিকে একধাক্কায় ফেলছেন জলে। তারপরেই আবার দিদি দ্যুতি কোলে তুলে নিচ্ছেন বোন খড়িকে। সেইসব দৃশ্য দেখে তো দর্শকের আর সিরিয়ালের দৃশ্যের জন্য তর সইছে না।

advertisement

আরও পড়ুন: এইবার 'ব্যোমকেশ'-এ দেখা যাবে পাওলি দামকে! 'সুলোচনা' চরিত্র হৃদয়ের খুব কাছের অভিনেত্রীর

এতক্ষণ কথা হচ্ছিল 'গাঁটছড়া'-সিরিয়ালের মূখ্য চরিত্র গৌরব চট্টোপাধ্যায়, সোলাঙ্কি রায়, অনিন্দ্য চ্যাটার্জি এবং শ্রীমা ভট্টাচার্যের কথা। কাজের ফাঁকে সবসময়েই হুল্লোড়ে মেতে থাকে টিম ‘গাঁটছড়া’। তবে অনিন্দ্যের কথায় এ তো শুধুই সোশ্যাল মিডিয়ার জন্য, কাজের বড্ড চাপ এখন। অভিনেতাকে হানিমুন কেমন কাটছে জিজ্ঞেস করায় তিনি জানান, "তাহলে তো রাহুল হয়ে উত্তর দিতে হয়, আমার তো বিয়েই হয়নি..."।

advertisement

আরও পড়ুন: পরাণ বন্দোপাধ্যায়ের পরবর্তী ছবি 'পানতুয়া' পারিবারিক মূল্যবোধের ওপর জোর দেয়

প্রসঙ্গত, 'গাঁটছড়া'-সিরিয়াল এখন টিআরপি তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে। সদ্য বিয়ে করে এসেছে ছোট বউ বনি। শাশুড়ি-বউয়ের ঝামেলায় এখন কান পাতা দায়। এর মধ্যেই লেগে আছে ঋদ্ধিমান-খড়ির ঝামেলা। এরমধ্যেই দাদু-ঠাম্মি হানিমুনের প্ল্যান করেছেন। কী যে হবে হানিমুনে? দর্শকরা বেজায় চিন্তায়... তবে 'গাঁটছড়া'-সিরিয়াল না দেখলে পাওয়া যাবে না এই প্রশ্নের উত্তর।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Gaatchora Honeymoon: শাড়ি ছেড়ে স্যুইমিং পোশাকে খড়ি-দ্যুতি! চুটিয়ে হানিমুন কাটাচ্ছে গাঁটছড়া টিম! সামনে এল সেই চোখধাঁধানো ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল