কিন্তু শুধু সলমন নন, এভাবে লোকজনের সামনে বলিউডের অনেক তারকাই ভেঙে পড়েছেন।
দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) ছবি ছপাক (Chhapaak)-এর ট্রেলার মুক্তির সময়ে কেঁদে ফেলেন নায়িকা। পুরো ট্রেলার দেখার পর মনের মধ্যে তোলপাড় চলছিল তাঁর। আর সেটা তিনি নিজের মধ্যে রাখতে পারেননি।
advertisement
নেটফ্লিক্সের (Netflix) শো ফ্যাবুলাস লাইফ অব বলিউড ওয়াইভসে বহুবার কেঁদেছেন বিগত দিনের নায়িকা নীলম কোঠারি (Neelam Kothari)। এক সময়ে তাঁর জীবনে খুব খারাপ সময় এসেছিল। আর সেই সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ খান (Shahrukh Khan) ও তাঁর স্ত্রী গৌরী খান (Gauri Khan)। আর সেই সব দিনের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন নীলম।
উই দ্য উইমেন এশিয়া সামিট ২০১৯ অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন আলিয়া ভাট (Alia Bhatt)। তিনি ও তাঁর বোন শাহিন ভাট (Shaheen Bhatt) এক সময়ে মানসিক অবসাদের শিকার হয়েছিলেন। আই হ্যাভ নেভার বিন (আন) হ্যাপিয়ার এই বইটি শাহিনের লেখা। সেটির প্রচারের সময় নিজের আবেগ আর আটকে রাখতে পারেননি তিনি।
এ তো গেলো নায়িকাদের কথা। ধরেই নেওয়া যেতে পারে যে মহিলারা এমনিতেই আবেগপ্রবণ হন। তাই তাঁদের কান্নাকাটি করা স্বাভাবিক। কিন্তু মহাতারকা অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan) এক সময়ে নিজের আবেগ জনতার সামনে প্রকাশ করে ফেলেছেন। ২০১৮ সালে কউন বনেগা ক্রোড়পতির একটি এপিসোড চলাকালীন মন ভারাক্রান্ত হয়ে ওঠে বিগ বি-র। তাঁর জন্মদিন পালনের সময় অমিতাভর মা তেজি বচ্চনের (Teji Bachchan) কণ্ঠস্বর চালানো হয়। তেজি অমিতাভর জন্য একটি গান গাইছিলেন। মায়ের গলার আওয়াজ শুনে বিষণ্ণ হয়ে পড়েন নায়ক।