ভিরে দি ওয়েডিং
কারিনা কাপুর খান, সোনম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া ছিলেন অনস্ক্রিনের সবচেয়ে মজাদার স্কোয়াড। একসঙ্গে পার্টি হোক বা একে অপরকে কঠিন পরিস্থিতি থেকে বাঁচানো বা কঠিন সময়ে একে অপরের পাশে থাকা এই ৪ বন্ধু আমাদের অনেক কিছু শিখিয়েছে।
advertisement
জিন্দেগি না মিলেগি দোবারা
হৃতিক রোশন, ফারহান আখতার, এবং অভয় দেওল এমন একটি ছেলেদের গ্যাং দেখিয়েছিলেন যাঁদের সঙ্গে আমরাও রোড ট্রিপ করতে পারি।
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
দীপিকা পাড়ুকোন, কল্কি কোয়েচলিন, রণবীর কাপুর এবং আদিত্য রায় কাপুরের স্কোয়াডকে অন্যতম শ্রেষ্ঠ বন্ধুত্ব বলা যায়। তাঁদের সমস্যা, তাঁদের বন্ধন, তাঁদের ভালবাসা চিরকাল ভালবেসে এসেছে ভক্তরা।
থ্রি ইডিয়টস
ভালো বন্ধু-বান্ধব না থাকলে কি আর কলেজের দিন হল? কলেজ জীবনের মাধ্যমে আমাদের সবার জীবনে একজন র্যাঞ্চো, ফারহান এবং রাজু দরকার। আমির খান, আর মাধবন, এবং শারমন জোশি অভিনীত থ্রি ইডিয়টস সবসময় আমাদের হৃদয়ের কাছাকাছি থাকবে।
আরও পড়ুন: জীবনকৃতি সম্মাননা পেলেন অপর্ণা সেন! শ্রীনিকেতনের শতবর্ষে রইল সুজয় প্রসাদের নতুন চমক
রং দে বাসন্তী
বন্ধুদের দল একে অপরকে ভালবাসত এবং একে অপরকে এতটাই সমর্থন করেছিল যে তাঁরা তাদের বন্ধুর মৃত্যুর জন্য একজন মন্ত্রীকে হত্যা করতেও গিয়েছিল। আমির খান, কুনাল রয় কাপুর, আর মাধবন, শারমন জোশি, অতুল কুলকার্নি, সোহা আলি খান, এবং সিদ্ধার্থ হল পর্দার অন্যতম প্রিয় এক গ্যাং।