TRENDING:

পিঠ দেখালেই হিট ছবি, সলমনের নতুন ট্রিক !

Last Updated:

বলিউডের পরিচালকেরা তুক ব্যাপারটার ওপর বিশ্বাস করে একটু বেশিই !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের পরিচালকেরা তুক ব্যাপারটার ওপর বিশ্বাস করে একটু বেশিই ! এই যেমন একতা কাপুরের সব ছবির নাম ‘কে’ দিয়ে শুরু ৷ অন্যদিকে করণ জোহর মনে করেন, তার ছবির হিরোইনরা যদি শ্যুটিংয়ের সময় হোচট খান, তাহলেই ছবি চলবে গড়গড়িয়ে৷ এমনটাই নাকি ঘটেছিল করণের প্রথম ছবি কুছ কুছ হোতা হ্যায়-তে ৷ অন্যদিকে শাহরুখ মনে করেন, যে ছবিতে তাঁর দৌড়ের দৃশ্য থাকবে, সেই ছবি সুপারহিট !
advertisement

তবে সলমন খানের কাছে ব্যাপারটা একটু আলাদা ৷ এতদিন ছিল উন্মুক্ত বুক, আর এখন পিঠ ! গপ্পোটা হল, দেখা গিয়েছে সলমনের যে ছবির পোস্টারে দেখা গিয়েছে পিঠ, মানে পোস্টারে মুখ না দেখিয়ে যে ছবির পোস্টারে সলমন পিঠ দেখিয়েছেন সে ছবিই কোটি টাকার ক্লাবে ব্যবসা করেছে৷ তা দাবাং হোক বা এক থা টাইগার, কিংবা প্রেম রতম পায়ো হোক বা ওয়ান্টেড ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

আর এই তুক মেনেই সলমন নিজেই প্ল্যান করলেন তাঁর আসন্ন ছবি ‘টিউবলাইট’-এর পোস্টারেও তিনি দেখাবেন পিঠ ৷ আর সেই মতেই প্রকাশ পেল সলমনের নতুন টিউবলাইট ছবির পোস্টার ৷ যেখানে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে রয়েছেন সলমন খান !

বাংলা খবর/ খবর/বিনোদন/
পিঠ দেখালেই হিট ছবি, সলমনের নতুন ট্রিক !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল