দুই প্রজন্ম, দুই ধরণের চিন্তা আর একটা পরিবার । পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছে অরুণিমা ঘোষ (Arunima Ghosh) ও গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) । সেইসঙ্গে থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)। ছবির নাম কীর্তন (Kirtan) । আজ, ১৬ই অগাস্ট শ্যুটিং শুরু হল সিনেমাটির।
আরও পড়ুন: 'সুখী ভবিষ্যত চাই'! করণ এবং ভিকির চাপে কিয়ারার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ
advertisement
পুরনো বাড়ি ছেড়ে আধুনিক বাড়িতে গিয়ে সংসার করতে চায় মণিমালা। তবে পৈত্রিক বাড়ি ছেড়ে কোথাও যেতে দিতে নারাজ অবিনাশ। রোজ সেই নিয়ে তর্ক, চেঁচামেচিতে বাড়িতে কান পাতা দায়। আর বাবা অরূপ? বাবা আর স্ত্রীয়ের ঝগড়ার মাঝে চিরে চ্যাপ্টা ছেলে। বাবা অবিনাশ অবশ্য তাকে দোষারোপ করে বাঙাল বাড়িতে ঘটি মেয়ে বিয়ে করে আনাই তার দোষ । সব মিলিয়ে মজার মোড়কেও যেন এক বাস্তব সমস্যার কথা তুলে ধরবে এই ছবি ।
আরও পড়ুন: প্রিয়ঙ্কার মেয়ে মালতির জীবনে এখন তিন সদস্য! তাঁদের সঙ্গেই কাটে ছুটির দুপুর
অভিনেত্রী অরুণিমা জানান, "আমার সঙ্গে মণিমালার অনেক মিল। আমি যদি সত্যি এই বয়সে এইরকম একটা বাড়িতে থাকতাম আমার এই সমস্যাগুলো হত। তবে আমি হয়তো এইভাবে বলতাম না, হয়তো নিজেই কিনে আনতাম মাইক্রোওয়েভ, ইনডাকশন।"
পরিচালক অভিমুন্য বলেন, "ঝগড়ার এত তীব্রতা তাতে পাড়ার লোক কান পাততে পারেন না। আর ঝগড়া সুর, ছন্দ, তালে হয় বলেই নাম কীর্তন।"