TRENDING:

'ফরেস্ট গাম্প' ক্লাসিকের মতো বেঁচে থাকা সহজ নয়! তবে লাল সিং চাড্ডা 'সুন্দর': ফারহান

Last Updated:

Farhan Akhtar: এত সুন্দর একটি ছবি। ফরেস্ট গাম্পের মতো ক্লাসিকের মতো বেঁচে থাকা সহজ নয় কিন্তু লাল সিং তাঁর নিজের মতো করেই সুন্দর। দলকে অভিনন্দন: ফারহান আখতার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ১১ অগাস্ট মুক্তি পেয়েছে বহু চর্চিত ছবি 'লাল সিং চড্ডা'। মুক্তির সপ্তাহখানেক আগেই বিতর্কের মুখে পড়ল অদ্বৈত চন্দন পরিচালিত ছবিটি। বিতর্কের কেন্দ্রে ছবির নায়ক আমির খান।
advertisement

ছবির প্রচারের মাঝে হঠাৎই পুরনো একটি সাক্ষাৎকার নিয়ে শুরু হল জলঘোলা। যেখানে আমির বলেছিলেন, দেশে অসহিষ্ণুতা বাড়ছে বলে তাঁকে অন্য দেশে গিয়ে বাস করার পরামর্শ দেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও। সাত বছর আগের সেই ভিডিওর জেরে ট্যুইটারে রব উঠেছে, 'বয়কট লাল সিং চড্ডা'। বিপাকে বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'।

advertisement

করিনা কাপুর খান, আমির খান, মোনা সিং, নাগা চৈতন্য এবং অন্যান্য অভিনীত চলচ্চিত্রটি ছবিটির প্রথম লুক প্রকাশের পর থেকে শিরোনামে জায়গা করে নিয়েছে৷ ছবিটি লিখেছেন অতুল কুলকার্নি। বেশ কিছু সেলিব্রিটি ছবিটি দেখেছেন এবং তাঁদের রিভিউ লিখেছেন। সম্প্রতি অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটির একটি রিভিউ শেয়ার করেছেন।

advertisement

আরও পড়ুন: টরন্টোয় বাংলা সিনেমা! পাওলি কি এইবার 'ছাদ'-এর হাত ধরে জগৎসভায় শ্রেষ্ঠ আসন পাবেন?

ইনস্টাগ্রাম স্টোরিতে ফারহান আখতার লাল সিং চাড্ডার একটি পোস্টার শেয়ার করেছেন যাতে আমির খান এবং কারিনা কাপুর খান রয়েছে। পোস্টারটি শেয়ার করে তিনি লিখেছেন, “এত সুন্দর একটি ছবি। ফরেস্ট গাম্পের মতো ক্লাসিকের মতো বেঁচে থাকা সহজ নয় কিন্তু লাল সিং তাঁর নিজের মতো করেই সুন্দর। দলকে অভিনন্দন।”

advertisement

করিনা কাপুর খান বর্তমানে সম্প্রতি তাঁর মুক্তিপ্রাপ্ত সিনেমা লাল সিং চাড্ডা-এর সাফল্যে মুগ্ধ। ছবিতে আরও অভিনয় করেছেন আমির খান, মোনা সিং এবং নাগা চৈতন্য। এই সিনেমা দিয়ে নাগা বলিউডে পা রাখলেন এবং সবাই তাঁর অভিনয়ের প্রশংসা করছেন। শাহরুখ খানও ছবিটিতে একটি ক্যামিও করছেন এবং ভক্তদের মতে, এটি ছবির সবচেয়ে বড় হাইলাইটগুলির মধ্যে এটি একটি। লাল সিং চাড্ডা হল টম হ্যাঙ্কস অভিনীত সুপারহিট হলিউড ফিল্ম ফরেস্ট গাম্পের একটি অফিসিয়াল হিন্দি রিমেক।

advertisement

আরও পড়ুন: ক্যাটের নয়া অবতার! গৌরী খানের সঙ্গে হাত মিলিয়ে ইন্টেরিয়র ডেকরেশন করছেন বলিসুন্দরী

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, শাহরুখ খানও সম্প্রতি ট্যুইটারে লাইভে এসেছিলেন, 'পাঠান' ছবির জন্য তাঁর ভক্তদের কাছ থেকে যে ভালবাসা পাচ্ছেন তাকে সম্মান করে শাহরুখ #AskSRK সেশনের মাধ্যমে তাঁর ভক্তদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা সবাই জানি যে শাহরুখ প্রশ্নের জটিল জটিল উত্তর দিতে পারদর্শী, তাও আবার নিজস্ব স্টাইলে। এদিন যখন এক ভক্ত শাহরুখ খানকে মজা করে তিনি লাল সিং চাড্ডা দেখেছেন কি না জিজ্ঞেস করেন তখন শাহরুখ সে কথার উত্তরও মজা করেই দিয়েছেন, তাঁকে রিট্যুইট করে শাহরুখ খান লিখেছেন, 'ওহে! আমির বলেছে আগে তুমি পাঠান দেখাও’।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
'ফরেস্ট গাম্প' ক্লাসিকের মতো বেঁচে থাকা সহজ নয়! তবে লাল সিং চাড্ডা 'সুন্দর': ফারহান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল