‘পাঠান’-এর পর থেকেই টাইগার ৩ নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা, পাশাপাশি চলছিল নানা জল্পনা। ‘পাঠান’ রূপী শাহরুখ খান যে এই ছবিতে থাকছেন তা বহু আগে প্রকাশ্যে এলেও হৃতিক রোশনের ক্যামিও নিয়ে ছিল নানা গুঞ্জন। আর সবটা মিলিয়ে ভক্তদের উন্মাদনার পারদ যে তুঙ্গে, অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁরা। অবশেষে সব অপেক্ষার অবসান করে রবিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সলমন ও ক্যাটরিনা ক্যাফ অভিনীত ‘টাইগার ৩’। এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের হল থেকে সলমন ভক্তদের সেলিব্রেশনের নানা টুকরো টুকরো দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। তার মধ্যে একটি ভিডিওতে দেখা যায় সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহের মধ্যেই শব্দবাজি ফাটানো হচ্ছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
advertisement
আরও পড়ুন: ছেলেকে কোলে নিয়ে দীপাবলিতে পোস্ট ঋদ্ধিমা-গৌরবের! রঙ্গোলীতে লিখলেন বিশেষ মানুষের নাম
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের এক হলে। সেখানে ছবি চলাকালিনী দেদার শব্দবাজি ফাটাতে শুরু করেন একদল ব্যক্তি। সলমনের অ্যাকশন সিকোয়েন্স শুরু হতেই ভক্তরা চিৎকার শুরু হয়। পাশাপাশি চলতে থাকে দেদার শব্দবাজি ফাটানোও। সলমন ভক্তদের কাণ্ড দেখে আতঙ্কিত হয়ে পড়েন হলে থাকা বাকি দর্শকরা। শব্দবাজির বিকট শব্দে অনেকেই বিরক্ত হন আবার অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের এই কাজের জন্য বড় কোনও বিপদ হতে পারত বলেও অনেকে অভিযোগ করেন।
আরও পড়ুন: ‘পিপ্পা’র গান নিয়ে শেষ নেই বিতর্কের! কিন্তু কেমন হল ঈশান খট্টর, মৃণাল ঠাকুরের এই ছবি
সিনেমা হলের এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা পুলিশের নজরে পড়ে। দায়ের করা হয় এফআইআর। আপাতত পুলিশ বিষয়টি তদন্ত করছে। কেন হল কর্তৃপক্ষ সেই মুহূর্তেই কোনও ব্যবস্থা নেয়নি? তা নিয়েও প্রশ্ন ওঠে। ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়।