আসলে এই মিমের সূত্রপাত হয়েছে শাহরুখ খানের সেই কিংবদন্তি তোতলামির সংলাপ ‘K‑K‑K‑Kiran’-এর একটি প্যারোডি থেকে। আর তাতে ব্যবহার করা হয়েছে ‘হাকলা’ শব্দটি। আসলে তোতলার হিন্দি শব্দই হল ‘হাকলা’। এই মিমটির সঙ্গে ব্যবহার করা হচ্ছে সুপারস্টার শাহরুখ খানের একটি মজাদার ছবি বা GIF। যেখানে দেখা যাচ্ছে, অভিনেতার একটি অতিরঞ্জিত হেয়ারস্টাইল। অনেকটা মো-হক বা পিগটেলের মতো। যা এক অস্বস্তিকর দ্বিধা অথবা কথা বলার ধরনকে তুলে ধরে।
advertisement
আরও পড়ুন-অকালে সব শেষ…! ৪২ বছরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী, কাঁদছে ফিল্ম ইন্ডাস্ট্রি
যদিও প্রায় এক দশকেরও বেশি পুরনো এই মিম। তবে সম্প্রতি এটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ Instagram, X (পূর্বে Twitter) এবং YouTube Shorts-এর মতো একাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সংক্রান্ত রিল এবং GIF ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন-জয়কে চোখের জলে শেষ বিদায়, অভিনেতার অন্তিম যাত্রায় কী বললেন প্রাক্তন স্ত্রী অনন্যা…
‘হাকলা মিম’ বিতর্ক:
সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, বিভিন্ন প্ল্য়াটফর্মকে এই মিম সরিয়ে দেওয়ার বিষয়ে নোটিসও পাঠিয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের টিম। এদিকে ইন্ডিয়া টাইমস-এর একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, বুলিং পলিসি সংক্রান্ত উদ্বেগের মাঝেই Instagram ইতিমধ্যে কমেন্ট স্টিকার থেকে এই GIF রিমুভ করে দিয়েছে।
GIF ব্যবহারের জন্য ধার্য জরিমানার পরিমাণ:
কিছু কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, এই সংক্রান্ত মিম বা GIF পোস্ট করার জন্য নেটিজেনদের ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং ২ বছর পর্যন্ত কারাবাসের সাজা হতে পারে।
ফ্যাক্ট চেক:
হাকলা মিম বা GIF পোস্ট করার ফলে যে জরিমানার মুখে পড়তে হবে, সেই বিষয়ে কিছু প্রতিবেদনে ছড়িয়ে পড়েছিল। অথচ কিছু রিপোর্ট এবং আইন বলে যে, এই দাবি একেবারেই সত্য নয়। ভারতীয় সাইবার আইনে এমন কোনও নির্দিষ্ট ভাবে কিছু বলা নেই যে, হাকলা GIF পোস্ট করলেই ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং ২ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে হবে। তবে অ্যান্টি-বুলিং পলিসির আওতায় এই ধরনের কন্টেন্ট রিমুভ করে দিতে পারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। বর্তমানে কোনও সরকারি নিয়ন্ত্রণে এই ধরনের জরিমানা কার্যকর করা হয় না।