উন্মুক্ত স্তনের ছবিকে ঘিরে ফেসবুকের কড়াকড়ির বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে পথে নেমেছিলেন অসংখ্য মহিলা। অভিযোগ, যাঁরা শিশুদের স্তন্যপান করান, তাঁদের সঙ্গে 'পর্ন-তারকা' সুলভ আচরণ করছে ফেসবুক।
নারী এবং রূপান্তরকামীদের ক্ষেত্রে উন্মুক্ত স্তনের ছবি দেওয়ার পক্ষে সওয়াল করে ফেসবুকের নীতিতে বদল আনার পরামর্শ দেয় প্ল্যাটফর্মটির ওভারসাইট বোর্ড। বেশ কয়েকজন শিক্ষাবিদ, রাজনীতিক, সাংবাদিককে নিয়ে তৈরি হয় এই ওভারসাইট বোর্ডটি।
advertisement
আরও পড়ুন- স্মার্টফোন ব্যাটারি ১০০ পার্সেন্ট চার্জ করেন? কী মারাত্মক ভুল করছেন জেনে নিন
আরও পড়ুন- ঠান্ডা হলেই ফ্রিজ বন্ধ? আপনার ভুলের জন্যই ফ্রিজ খারাপ হয়ে যাচ্ছে না তো?
এক দম্পতির অভিযোগের উপর ভিত্তি করে মেটাকে ছবি নিয়ে তাঁদের এই নীতি পরিবর্তনের পরামর্শ দেয় ওভারসাইট বোর্ড। সেই দম্পতি নিজেদের রূপান্তরকামী এবং নন-বাইনারি বলে দাবি করেছেন। তাঁরা জানান, ২০২১ এবং ২২ সালে তাঁরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে নিজেদের উন্মুক্ত বক্ষের ছবি দিয়েছিলেন। কিন্তু সেগুলিতে তাঁদের স্তনবৃন্ত ছিল আবৃত। ছবিগুলির বিবরণীদের রূপান্তরকামীরা স্বাস্থ্যের যত্ন কী ভাবে নেবেন, সে বিষয়ে লিখেছিলেন তাঁরা। কিন্তু মেটার তরফ থেকে সেই পোস্টগুলি সরিয়ে দেওয়া হয়।
মেটার পলিসি কী ভাবে সকলের উপর প্রভাব ফেলছে, সে বিষয়ে আরও সতর্ক হওয়ার কথা বলেছে ওভারসাইট বোর্ড। এ বার একাংশের মানুষকে এই ধরনের ছবি পোস্ট করার অনুমতি দিতে চলেছে মেটা।