TRENDING:

Ushasi Roy: পয়লা বৈশাখ মানেই ঠাকুরমা, গনেশের মুখ আঁকা ক্যালেন্ডার আর গাজনের মেলায় ঘুরতে যাওয়ার স্মৃতি: ঊষসী

Last Updated:

বিনোদন জগতের আসার পর কেমন কাটে পয়লা বৈশাখ? ছেলেবেলার নববর্ষই বা কেমন ছিল? নিউজ18 বাংলাকে একান্তে দেওয়া সাক্ষাৎকারে স্মৃতির ঝুলি উপুড় করে দিলেন অভিনেত্রী ঊষসী রায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সারা বছরই তিনি ব্যস্ত। নিজের জন্য ফুরসত মেলে না বললেই চলে। তবে পয়লা বৈশাখ এলেই অতীতে ফিরে যান ঊষসী রায়। হাতড়ে দেখেন ঠাকুরমার সঙ্গে কাটানো একগুচ্ছ সুন্দর মুহূর্ত। গনেশের মুখ আঁকা ক্যালেন্ডারের স্মৃতি। আর ভাই-বোনদের সঙ্গে গাজনের মেলায় ঘুরতে যাওয়ার আনন্দ। বিনোদন জগতের আসার পর কেমন কাটে পয়লা বৈশাখ? ছেলেবেলার নববর্ষই বা কেমন ছিল? নিউজ18 বাংলাকে একান্তে দেওয়া সাক্ষাৎকারে স্মৃতির ঝুলি উপুড় করে দিলেন অভিনেত্রী।
ঊষসী রায়
ঊষসী রায়
advertisement

আজকের দিনটা কীভাবে কাটাচ্ছেন?

ঊষসী: উৎসবের দিনগুলো কাছের মানুষদের সঙ্গে কাটাতেই ভাল লাগে। আজ বাড়ির সকলের সঙ্গে খুব মজা করব। আর যদি ইচ্ছে করে তাহলে বাইরে গিয়ে কোথাও খাওয়া-দাওয়া করতে পারি।

হ্যাঁ, পয়লা বৈশাখ মানেই তো খাওয়া দাওয়া, আজকের দিনে কী ধরনের খাবার খেতে পছন্দ করেন?

advertisement

ঊষসী: নতুন বাংলা বছর শুরু হচ্ছে আজ থেকে বাঙালি খাবার না হলে কি জমে! তাই আজ পরিবারের সকলের মিলে কব্জি ডুবিয়ে বাঙালি খাবারই খাব।

খাবারের পাশাপাশি সাজটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কীভাবে সাজবেন আজ, সাবেকি নাকি ওয়েস্টার্ন?

ঊষসী: অবশ্যই সাবেকি, বলা ভাল শাড়ি। শাড়ি ছাড়া আমার নববর্ষ সম্পূর্ণ হয় না। আজকের সকালটা শুরুই হয়েছে পাট ভাঙা নতুন শাড়িতে।

advertisement

এখন তো শাড়ি, কিন্তু ছোটবেলায় পয়লা বৈশাখের সাজটা কেমন হত?

ঊষসী: তখন পয়লা বৈশাখ আসছে মানেই নতুন জামা। মনে আছে, পয়লা বৈশাখের কয়েক দিন আগে মায়ের হাত ধরে নতুন জামা কিনতে যেতাম। বৈশাখ মানেই তো গরম। তাই মা আমাকে সুতির ফ্রক কিনে দিতেন। এখন তো কাজের জন্য বছরের নানা সময়ই নতুন পোশাক পড়তে হয়, সঙ্গে জুড়েছে পছন্দও। কিন্তু তখন এত পছন্দ-অপছন্দ ছিল না। মা ভালবেসে যা কিনে দিতেন তাতেই খুশি হয়ে যেতাম। নতুন বছরে নতুন জামা পেয়েছি এটাই ছিল সবচেয়ে বড় আনন্দ।

advertisement

পয়লা বৈশাখ মানেই তো হালখাতা, এখনও কি হাল খাতা করতে যাওয়া হয়?

ঊষসী: না, এখন বলে নয়, কখনওই সেভাবে হালখাতা করতে যাওয়া হয় না। তবে ছোটবেলায় বাড়ির বড়রা হালখাতা করে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে আসত। সেই মিষ্টিগুলো সব ফ্রিজে রাখা থাকত। আমরা ভাই-বোনরা সবার নজর এড়িয়ে সেগুলো মাঝে মাঝেই ফ্রিজ থেকে বার করে খেতাম।

advertisement

ছোটবেলায় তার মানে পয়লা বৈশাখটা বেশ জমজমাট হত…

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

ঊষসী: হ্যাঁ, ছেলেবেলায় এই সময়টায় স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে একটা ছুটি পড়ত। তাই আমি পয়লা বৈশাখে ঠাকুরমার কাছে বা আমার মামার বাড়ি কৃষ্ণনগরেই থাকতাম। মনে আছে, হালখাতার পর যত বাংলা ক্যালেন্ডার আসত, সব নিয়ে ঠাকুরমার সঙ্গে গুনতে বসতাম। গনেশ যে যে ক্যালেন্ডারে থাকত, সেগুলো দেখে আলাদা করে গুনে রাখতাম। আবার মামার বাড়ি থাকলে বিষয়টা হত অন্যরকমের। এই সময় ওখানে গাজনের মেলা বসত। সেখানে আমার মামাতো দিদিদের সঙ্গে যেতাম। সবাই মিলে খুব আনন্দ করতাম। মামার বাড়ির বাগানে ভাই-বোনদের সঙ্গে আম কুড়াতাম। আসলে সব মিলিয়ে ছেলেবেলার পয়লা বৈশাখটা খুব মিস করি।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ushasi Roy: পয়লা বৈশাখ মানেই ঠাকুরমা, গনেশের মুখ আঁকা ক্যালেন্ডার আর গাজনের মেলায় ঘুরতে যাওয়ার স্মৃতি: ঊষসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল