সূত্রের খবর অনুযায়ী, এলভিস যাদব তার বন্ধু ও প্রযোজক রাঘব শর্মার সঙ্গে জম্মুতে বৈষ্ণোদেবীর মন্দিরে দর্শনের জন্য গিয়েছিলেন। ২০শে ডিসেম্বর গিয়েছিলেন তাঁরা।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, তাঁদের ঘিরে ধরেছে ভিড়। কিছু লোক রাঘবকে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। অনেক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে স্থানীয় এক ব্যক্তি এলভিশ যাদব এবং রাঘবকে সেলফি তোলার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তারা উভয়েই প্রত্যাখ্যান করেছিলেন। এরপরই বাকবিতণ্ডা শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়।
advertisement
সংঘর্ষের মধ্যে ধীরে ধীরে আরও লোকজন সেখানে জড়ো হয়ে রাঘব শর্মার কলার ধরে টানতে থাকে। ভিডিওতে দেখা যাচ্ছে রাঘব লোকদের জিজ্ঞেস করছেন আপনারা কী করছেন? দেখা যায়, এক ব্যক্তি এক ব্যক্তি এলভিশকে ভিড় থেকে বের করে নিয়ে যাচ্ছে।
কিছুদিন আগেই, বিগ বস ওটিটি সিজন 2 বিজয়ী এবং ইউটিউবার এলভিশ যাদব শনিবার রাজস্থানের কোটায় ধরা পড়েন পুলিশের হাতে। এলভিশের বিরুদ্ধে নয়ডায় বেআইনিভাবে একটি রেভ পার্টির আয়োজন করা এবং তাতে সাপের বিষ ব্যবহার করার অভিযোগ রয়েছে।