TRENDING:

'ভুঁয়ো কাস্টিং এজেন্ট'-এর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন একতা

Last Updated:

Ekta Kapoor: "ভুঁয়ো কাস্টিং এজেন্ট", এক সংস্থা তাঁর নাম ব্যবহার করে কল করেন এবং উচ্চাকাঙ্ক্ষী অভিনেতাদের প্রোডাকশনে কাজ দেওযার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করেন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিপাড়ার জনপ্রিয় পরিচালক একতা কাপুর দারস্থ হলেন পুলিশের। কী কারণ? "ভুঁয়ো কাস্টিং এজেন্ট", এক সংস্থা তাঁর নাম ব্যবহার করে কল করেন এবং উচ্চাকাঙ্ক্ষী অভিনেতাদের প্রোডাকশনে কাজ দেওযার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন পরিচালক নিজেই।
advertisement

রবিবার একতা এবং তাঁর সংস্থাগুলি বালাজি টেলিফিল্ম লিমিটেড এবং এএলটি ডিজিটাল এন্টারটেইনমেন্ট একটি বিবৃতি জারি করে বলেছে যে তাঁরা কখনই কোনও প্রার্থীর কাছ থেকে অর্থ দাবি করেননি। কোম্পানি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং সন্দেহজনক কাস্টিং কলগুলি রিপোর্ট করার জন্য লোকদের অনুরোধ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, "এটা আমাদের নজরে এসেছে যে কিছু লোক আর্থিক এবং অন্যান্য লাভের জন্য বালাজি টেলিফিল্ম লিমিটেড অথবা ALT ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের কাস্টিং এজেন্ট হিসাবে নিজেকে দাবি করার জন্য জাল নথি ব্যবহার করে মিথ্যা উপস্থাপন করছে৷ বালাজি টেলিফিল্ম লিমিটেডের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে৷ এই ধরনের মানুষ"।

advertisement

আরও পড়ুন:  'পুষ্পা'-এর দ্বিতীয় সিক্যুয়েলে আল্লু অর্জুন-রশ্মিকা মান্দানারা অভিনয় করবেন পশ্চিমবাংলার মাটিতে

সেখানে আরও বলা আছে, "এই ধরনের লোকেদের সঙ্গে চুক্তি করার জন্য যে কোনও ব্যক্তিকে নিজের ঝুঁকিতে কাজ করতে হবে। বালাজি টেলিফিল্ম লিমিটেড, ALT ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং মিসেস একতা আর কাপুর এই ক্ষতির জন্য দায়বদ্ধ থাকবে না। এতদ্বারা স্পষ্ট করা হল যে বালাজি টেলিফিল্ম লিমিটেড, ALT ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং মিসেস একতা আর কাপুর কখনও কোনও প্রার্থীর কাছে অর্থ দাবি করেনি বা দাবি করবে না।"

advertisement

আরও পড়ুন:  'অযৌক্তিক বিদ্বেষপূর্ণ মন্তব্য' মনোনয়ন থেকে কঙ্গনার নাম সরাল ফিল্মফেয়ার! আদালতে যাবেন নায়িকা

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এইরকম কোনও অভিযোগ এলে balajicasting@balajitelefilms.com-এই মেইল আইডিতে আপনি জানাতে পারেন। এমনটাই জানালেন পরিচালক।

বাংলা খবর/ খবর/বিনোদন/
'ভুঁয়ো কাস্টিং এজেন্ট'-এর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন একতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল