এই ধারাবাহিকেও দেখা যাবে দুই পরিবারের গল্প। সেন পরিবার ও মজুমদার পরিবারের গল্প নিয়েই এগোবে ধারাবাহিক। সেন পরিবারের ছেলে পোখরাজ ও মজুমদার বাড়ির মেয়ে রাধিকা। দু’জনেই মেডিক্যাল কলেজের পড়ুয়া। তাঁদের রেষারেষিটাও নজরে পড়ার মতো। কলেজের পরীক্ষায় প্রথম হয় পোখরাজ। দ্বিতীয় হওয়ায় ক্ষেপে লাল রাধিকা। পোখরাজের থেকে সেরা হতেই হবে তাঁকে! মনে মনে লড়াই শুরু করে রাধিকা। হঠাৎ একদিন মুষলধারার বৃষ্টিতে রাধিকার মাথায় ছাতা ধরে পোখরাজ! রাধিকা তো অবাক। পোখরাজের কথায়, লড়াই হোক, কিন্তু এক ছাতার তলায়। প্রোমোতে এই পর্যন্ত দেখা যাচ্ছে। আর এ থেকেই বোঝা যাচ্ছে ফের জমে উঠতে চলেছে এই মজাদার গল্প।
advertisement
আরও পড়ুন: কোন অর্ন্তবাস ভালো ! যুবতীকে চোখের ইশারায় বোঝাচ্ছেন যুবক! হঠাৎ হাজির স্ত্রী! তারপর? ভাইরাল ভিডিও
‘শ্রীময়ী’ ধারাবাহিকে ডিঙ্কা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়ে ছিলেন সপ্তর্ষি। আর এবার পোখরাজের পালা। অন্যদিকে ‘মোহর’ ধারাবাহিক খ্যাত সোনামণিও দর্শকদের বেশ পছন্দের। এই জুটি ‘এক্কা দোক্কা’য় কতটা মন ভরাতে পারে, সেটাই এখন দেখার। কবে থেকে আসছে এই ধারাবাহিক? সে বিষয়ে এখনও কিছু জানায়নি চ্যানেল কতৃপক্ষ। তবে বেশ কয়েকটি সিরিয়াল শেষ হতে চলেছে। সেই স্লটেই কি আসবে 'এক্কা-দোক্কা'? নাকি নতুন কিছু ভাবা হচ্ছে তা জানা যাবে কয়েক দিনের মধ্যেই।