কোভিডকালে মানুষের সেবা করে রিয়েল লাইফ হিরোর তকমা পেয়েছিলেন সোনু সুদ। এবার সেই বলিউডের মসিহা সোনুর নাম জড়াল অবৈধ বেটিং অ্যাপ মামলায়। যার জেরে সোনু সুদকে সমন পাঠানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে।
advertisement
অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জন্য ইডির ব়্যাডারে সোনু সুদ। সূত্রের খবর, আগামী ২৪ সেপ্টেম্বর দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে সোনুকে হাজিরা দিতে হবে।
আরও পড়ুন-‘দেহব্যবসা করে অকালে জীবনটাই শেষ…! স্বামীর নরকযন্ত্রণায় ৩৪-এ মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, শ্মশানে নিয়ে যাওয়ার ছিল না কেউ, চিনতে পারলেন?
এর আগেও একাধিক তারকার নাম জড়িয়েছে এই মামলায়৷ বেটিং অ্যাপ কেলেঙ্কারির মামলায় জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক মামলা দায়ের করা ২৯ জন সেলিব্রিটির মধ্যে অভিনেতা বিজয় দেবেরকোন্ডা এবং রানা দাগ্গুবাতিও রয়েছেন। দক্ষিণী ছায়াছবির জগতের অন্যান্য যে খ্যাতনামাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছিল, তার মধ্যে প্রকাশ রাজ, মাঞ্চু লক্ষ্মী, নিধি আগরওয়াল, অনন্যা নাগাল্লা এবং শ্রীমুখীর মতো অভিনেতাদের নামও রয়েছে।