অভিনেত্রীর ছোটবেলায় 'মহালয়ার স্মৃতি' বললে কী মনে পড়ে?
-আমার মনে আছে আমার ঠাকুরমা (ঠাকুমা) আমাকে জাগিয়ে তুলতেন এবং আমরা বীরেন্দ্র কিশোর ভদ্রের সুন্দর পরিবেশনা শুনতাম।
প্রথমবার মহালয়ায় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে, অভিজ্ঞতা কেমন?
-হ্যাঁ, আমি স্টেজ শো করেছি। ছোট পর্দায় প্রথমবার দুর্গার চরিত্রে অভিনয় করছি। মানুষ এখন আমাকে ভিন্ন অবতারে দেখবে, আমি আগে যা করেছি তার থেকে একেবারেই আলাদা।
advertisement
আরও পড়ুন: কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি টলিউড অভিনেত্রী তনুশ্রী
নতুন করে কী কী জানলেন ঋতুপর্ণা সেনগুপ্ত মহলয়ার শ্য়ুট থেকে?
-দেবী দোষমোহবিদ্যা সতী এবং তাঁর দোষ-মোহাবিদ্যা অবতারের গল্প বর্ণনা করবে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই সমস্ত গল্প সম্পর্কে আরও জানতে পেরেছি। পুরো টিম অনেক পরিশ্রম করেছে। টিমের প্রত্যেকেই, হেয়ার ড্রেসার থেকে শুরু করে কস্টিউম ডিজাইনার থেকে কোরিওগ্রাফার পর্যন্ত প্রত্যেকেই তাঁদের নিজস্ব উপায়ে অবদান রেখেছেন। আমার চুল আঁকতে, ত্রিনয়নী আঁকতে ইত্যাদি লোকসহ ২০-২৫ জন লোক ছিল। শ্যুট করার সময় আমার জ্বর থাকলেও আমি এত লোকের ভিড় দেখে খুব উৎসাহী হয়েছিলাম।
আরও পড়ুন: শিব ও শক্তির মেল বন্ধন! অভিনব ফটোশ্যুটে দেবাশিস, অরুণিমা, তন্নিষ্ঠারা
প্রসঙ্গত, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২২ সালের দুর্গাপুজো (Durga Puja 2022) শুরু অক্টোবরের একেবারে প্রথম দিনেই। মহালয়া (Mahalaya 2022) পড়েছে ২৫ সেপ্টেম্বর, রবিবার। ২০২২ সালের শুক্রবার ৩০ সেপ্টেম্বর মহাপঞ্চমী। সেদিন থেকেই বাঙালির পুজো (Durga Puja 2022) শুরু।