২০২০ সালের ১৪ জুন, আচমকাই গোটা দেশকে চমকে দিয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। তিন তিনটে বছর পেরিয়ে গেল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর, কিন্তু এখনও এই মৃত্যুতে জড়িয়ে একাধিক রহস্য।
সুশান্তের মৃত্যু তদন্তে একের পর এক অভিযুক্তের নাম সামনে এসেছে। কিন্তু আজও সুবিচার পাননি সুশান্ত ও তাঁর পরিবার-পরিজনেরা, এমনই অভিযোগ। অভিনেতার মৃত্যু ঘিরে রয়েছে গভীর অসন্তোষ। তাঁকে খুন করা হয়েছিল? এমনই অভিযোগ সকলের। মূল অভিযুক্ত তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তী।
advertisement
ভক্তরা যেন বিশ্বাসই করতে পারেন না সে কথা৷ খুবই অল্প সময় তিনি বলিউডে নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছিলেন৷ বেশ কিছু ভাল ছবি তিনি উপহার দিয়েছিলেন দর্শকদের৷ তাঁর শেষ ছবি ছিল দিল বেচারা৷ হিন্দি সিরিয়াল থেকে শুরু হয় তাঁর অভিনয়ের যাত্রা৷ তারপর বলিউড ছবিতে কাজ শুরু করেছিলেন সুশান্ত৷ তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি কাই পো চে, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, এম এস ধোনি, পিকে, কেদারনাথ প্রমুখ৷ খুবই কম সময়ের মধ্যেই শেষ হয়ে যায় তাঁর কাজ, সকলকে চির বিদায় জানান অভিনেতা৷ নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত৷