TRENDING:

Siddhanth Kapoor Released: গভীর রাতে জামিনে মুক্তি মাদককাণ্ডে ধৃত শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্তের

Last Updated:

পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার উপায় নেই জামিন পেয়েও। ডাক পড়লে হাজিরা দিতে হবে প্রত্যেককেই। (Siddhanth Kapoor Released)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শক্তি কাপুরের ছেলে ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে সোমবারই মাদককাণ্ডে গ্রেফতার করা হয়েছিল। সোমবার গভীর রাতে জামিনে মুক্তি পেয়েছেন সিদ্ধান্ত কাপুর। তাঁর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। সিদ্ধান্তের সঙ্গেই গ্রেফতার হওয়া বাকি ৪ জনকেও রাতে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু হয়েছে। পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার উপায় নেই জামিন পেয়েও। ডাক পড়লে হাজিরা দিতে হবে প্রত্যেককেই। (Siddhanth Kapoor Released)
Siddhanth Kapoor Released
Siddhanth Kapoor Released
advertisement

রবিবার রাতে বেঙ্গালুরুর একটি রেভ পার্টি থেকে আটক করা হয় অভিযুক্তদের৷ বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, যে ৬ জনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে তাদের মধ্যে সিদ্ধান্ত রয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এমজি রোডের একটি হোটেলে অভিযান চালায়। সেখানেই রেভ পার্টি চলছিল। ছেলে মাদক গ্রহণ করেছেন, এ কথা যদিও মানতে রাজি ছিলেন না শক্তি কাপুর। সোমবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'এটা অসম্ভব। আমার ছেলে মাদক নিতেই পারে না।'

advertisement

আরও পড়ুন: জাপানে ছুটির মুডে অমিতাভের নাতনি নব্যা, উফ! ছবিগুলি মিস করবেন না...

পুলিশি অভিযানের পর রেভ পার্টিতে মাদক সেবনের সন্দেহে কয়েকজনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। ডাঃ ভীমাশঙ্কর এস. গুলেদ, ডিসিপি, ইস্ট ডিভিশন, বেঙ্গালুরু সিটি জানান যে মেডিক্যাল রিপোর্টে যে ৬ জনের মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে, তাদের মধ্যে এক জন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর।

advertisement

আরও পড়ুন: এক সময়ের বলিউড কাঁপানো নায়িকা, আজ এ কী অবস্থা! চিনতে পারছেন?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সিদ্ধান্ত কাপুরও নিজেও অভিনেতা৷ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি, তবে এখনও পর্যন্ত তাঁর সব ছবিই ফ্লপ। 'শুটআউট অ্যাট ওয়াদালা' দিয়ে শুরু হয় তাঁর কেরিয়ার। এর পরে, তিনি অনুরাগ কাশ্যপ পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম 'আগলি'-তে অভিনয় করেন। সিদ্ধান্ত তাঁর বোন শ্রদ্ধা কাপুরের সাথেও স্ক্রিন শেয়ার করেছেন। দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল 'হাসিনা পার্কার' ছবিতে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Siddhanth Kapoor Released: গভীর রাতে জামিনে মুক্তি মাদককাণ্ডে ধৃত শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্তের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল