TRENDING:

পা ভেঙে কুপোকাত নায়িকা, সলমনের সঙ্গে শ্যুটিং করলেন স্লো মোশনে !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ঝুলিতে ছবি কম থাকলেও, দিশা পাটানি ইতিমধ্যেই নজর কেড়েছেন সবার ৷ আর তার ওপর সলমনের সঙ্গে ‘ভারত’ ছবিতে ‘স্লো-মোশন’ গানে পারফর্ম করে একেবারে তাক লাগিয়েছেন দিশা ৷ কিন্ত জানেন, এই গানের শ্যুটিং করতে গিয়ে, কতটা কষ্ট করতে হয়েছিল দিশাকে?
advertisement

গপ্পোটা হল, সম্প্রতি এক সাক্ষাৎকারে দিশা নিজেই জানিয়েছেন, ‘স্লো-মোশন গানে শ্যুটিং করতে দারুণ লেগেছে আমার ৷ কিন্তু কষ্টটাও হয়েছে ৷ আসলে, এই আইটেম নাচের রির্হাসলের সময় আমার হঠাৎ পা ভেঙে যায় ৷ ডাক্তার তো আমায় বলেই দিয়েছিল বিশ্রামের জন্য ৷ কিন্তু আমি বিশ্রাম নিতে চাইনি ৷ শ্যুটিং করেছি ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দিশা আরও জানান, ‘ শ্যুটিংয়ে একটা টেক করার পরই পায়ে বরফ দিচ্ছিলাম ৷ খুব ব্যথা হচ্ছিল ৷ তবে গানটি দেখার পর এখন বেশ ভালো লাগছে ৷ ’

বাংলা খবর/ খবর/বিনোদন/
পা ভেঙে কুপোকাত নায়িকা, সলমনের সঙ্গে শ্যুটিং করলেন স্লো মোশনে !