TRENDING:

Bappi Lahiri|| মুম্বই থেকে কলকাতায় পৌঁছল বাপ্পি লাহিড়ির অস্থি, মাঝগঙ্গায় বিসর্জন দেবেন ছেলে বাপ্পা

Last Updated:

Disco King Bappi lahiri's asthi Visarjan at kolkata: বাবা অপরেশ লাহিড়ির মতোই বাপ্পি লাহিড়ির অস্থি ভাসানো হবে গঙ্গায়। আজ বৃহস্পতিবার সকালে কলকাতায় এসে পৌঁছন বাপ্পি লাহিড়ির ছেলে বাপ্পা লাহিড়ি, স্ত্রী চিত্রানি এবং পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শেষকৃত্য সম্পন্ন হয়েছিল মুম্বইয়ে। তবে বাপ্পি লাহিড়ির অস্থি বিসর্জন হবে কলকাতায়। বাবা অপরেশ লাহিড়ির মতোই বাপ্পি লাহিড়ির অস্থি ভাসানো হবে গঙ্গায়। আজ বৃহস্পতিবার সকালে কলকাতায় এসে পৌঁছন বাপ্পি লাহিড়ির ছেলে বাপ্পা লাহিড়ি, স্ত্রী চিত্রানি, মেয়ে রিমা লাহিড়ি-সহ পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ।
বাপ্পি লাহিড়ি।
বাপ্পি লাহিড়ি।
advertisement

সকাল ৯ টায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় অস্থি কলস। সেখান থেকে সোজা আউট্রাম ঘাটে পৌঁছে যান সকলে। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এয়ারপোর্ট থেকে গাড়ি করে নিয়ে যাওয়া হয় অস্থি। সেখানে পারলৌকিক ক্রিয়া সেরে বোটে করে নিয়ে অস্থি নিয়ে যাওয়া হবে গঙ্গার বুকে। মাঝগঙ্গাতেই বাবার অস্থি বিসর্জন দেবেন একমাত্র ছেলে বাপ্পা লাহিড়ি।

advertisement

১৯৫২ সালের ১৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপ্পি লাহিড়ির। ছোটথেকেই সুরের জগতের মানুষ ছিলেন তিনি। বাপ্পি লাহিড়ির বাবা অপরেশ লাহিড়ি ছিলেন বাংলা সংগীতের অন্যতম জনপ্রিয় গায়ক। মা বাঁশরী লাহিড়ি ছিলেন শাস্ত্রীয় সংগীত শিল্পী। বাপ্পি লাহিড়ি শুধু একজন সংগীত পরিচালকই ছিলেন না, প্লে-ব্যাকও করেছেন সমানতালে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি। ‘ডিস্কো কিং’য়ের আচমকা প্রয়াণে ভেঙে পড়েছিলেন তাঁর সহকর্মীরা। প্রসঙ্গত, পরিবারের প্রথা অনুযায়ী আউটট্রাম ঘাটে অস্থি বিসর্জন দেওয়া হয়েছে এ দিন। তাঁর আগে পরিবারের প্রত্যেক সদস্যদের অস্থি বিসর্জন হয়েছিল। সম্প্রতি মুম্বইয়ের লাহিড়ি ভবনে শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে প্রয়াত সঙ্গীতশিল্পীর। এ বার তাঁর অস্থি বিসর্জন করতে কলকাতায় এলেন লাহিড়ি পরিবারের সদস্যরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bappi Lahiri|| মুম্বই থেকে কলকাতায় পৌঁছল বাপ্পি লাহিড়ির অস্থি, মাঝগঙ্গায় বিসর্জন দেবেন ছেলে বাপ্পা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল