TRENDING:

‘অভিনয়’ দিয়ে টলিউডে ডেবিউ করছেন রামকমল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতার ছেলে ৷ কাজের সূত্রে মুম্বইয়ে বাস ৷ কয়েকটা দিন বাঙালি খানাপিনা না হলে অসহ্য় লাগে ৷ আবদার করেন কচিপাঁঠার পাতলা ঝোল সহযোগে ঝরঝরে সাদা ভাত খাওয়ার ৷ সাংবাদিকতা করেছেন বহু বছর ৷
advertisement

সেখান থেকে তাঁর ছবি পরিচালনায় আত্মপ্রকাশ ঘটেছে ‘কেকওয়াক’-এর হাত ধরে ৷ এক্কেবারে ঠিক ধরেছেন, রামকমল মুখোপাধ্যায়ের কথাই বলা হচ্ছে ৷ এই তো কিছুদিন আগে তিনি হেমা মালিনীর মেয়ে এষা দেওল তখতানিকে কাস্ট করে একটি শর্টফিল্ম বানিয়েছেন ৷ সেই ছবি মুক্তি পাওয়া শুধুই কিছু সময়ের অপেক্ষা ৷ এবার বাংলা ছবিতে হাত পাকাতে আসছেন রামকমল ৷ নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্প অবলম্বনে ‘অভিনয়’ হতে চলেছে রামকমলের প্রথম বাংলা ছবি। তাঁর সঙ্গে যৌথ ভাবে এই ছবি পরিচালনা করবেন অভ্র চক্রবর্তী।

advertisement

পরিচালক অভ্র চক্রবর্তীর সঙ্গে রামকমল মুখোপাধ্যায় ৷ ছবি: অ্যাশর্টেড মোশন পিকচার্স ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নরেন্দ্রনাথ মিত্রের গল্প অবলম্বনে সত্যজিৎ রায়ের ‘মহানগর’ বাংলা চলচ্চিত্রে এক মাইলস্টোন বলা যায় ৷ জনপ্রিয় হিন্দি ছবি ‘সওদাগর’-এর গল্পও নেওয়া হয়েছিল তাঁর জনপ্রিয় গল্প ‘রাস’থেকে ৷ সে কারণেই কী পরিচালক নরেন্দ্র মিত্রের গল্পকে বেছে নিয়েছিলেন ? রামকমল জানালেন, ‘‘বরবারই  নরেন্দ্রনাথের গল্প পছন্দ ৷ তাঁর লেখায় সমসাময়িক প্রাসঙ্গিকতা খুঁজে পাই ৷’’ এই ছবিতে কারা অভিনয় করছেন, তা নিয়ে এখনও মুখ খোলেননি পরিচালক ৷ বললেন,‘‘একটু ধৈর্য্য ধরো, সব জানতে পারবে ৷’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘অভিনয়’ দিয়ে টলিউডে ডেবিউ করছেন রামকমল