আরও পড়ুন: পোস্তার উড়ালপুল ভাঙার রেশ গল্পে, প্রকাশ্যে এল পাভেলের নতুন ছবি ‘কলকাতা চলন্তিকা’-য় কুশীলবদের লুক
প্রথম বার বড় পর্দায় পা দিয়েছেন তিনি। সেই ছবির টিজার দেখলেন তিনিই প্রথম। জন্মদিনে এমন উপহার পেয়ে ভাল লেগেছে কিরণের। টিজার দেখানো ছাড়াও তাঁর জন্য শহরের এক হোটেলে পার্টির বন্দোবস্ত করা হয়েছিল। সেখানে দু'টি বড় কেক কেটে কিরণের জন্মদিন পালন করা হল। পাভেল ছাড়াও ছবির প্রযোজক শতদ্রু চক্রবর্তী ছিলেন এই পার্টিতে।
advertisement
আরও পড়ুন: তিলোত্তমাকে নিয়ে পাভেলের নতুন ছবিতে ইশা-সৌরভ-অপরাজিতা
কলকাতার পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়া নিয়ে ছবি করছেন পাভেল। কিরণ ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। আগামী ২৬ই জুলাই ছবিটি মুক্তি পাবে 'বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে। প্রযোজনায় শতদ্রু।