জয়িতার ভূমিকায় উদিতা৷ তাঁর প্রেমিক নীলের ভূমিকায় বিপ্লব এবং জয়িতার বাবার ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী৷ সম্পর্কের মধ্যে ভৌগোলিক দূরত্ব যখন বাধা হয়ে দাঁড়ায় তখন কেউই একে অপরকে সময় দিতে পারে না। আর তাতেই ধীরে ধীরে নড়বড়ে হতে থাকে সম্পর্কের ভিত। বহু প্রমিস বা প্রতিশ্রুতি মিথ্যে হতে থাকে৷ সেই সময়ই অভিভাবকরাই পাশে এসে দাঁড়ান৷ তাঁদের অভিজ্ঞতা থেকেই বুঝিয়ে দিতে পারেন বাস্তবের চিত্র৷ ছবির মাধ্যমে এমনই এক বার্তা দিতে চেয়েছেন দীক্ষিতা৷
advertisement
আরও পড়ুন Byomkesh Hotyamancha Trailer: 'হত্যা মঞ্চের যবনিকা পতন!' ব্যোমকেশের চমৎকার ট্রেলারে উৎসাহী দর্শক
ভ্যালেন্টাইন্স ডের প্রেক্ষাপটে তৈরি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল প্রেম দিবসেই। কিন্তু কোভিড অতিমারির কারণে পিছিয়ে গিয়েছিল মুক্তি। অবশেষে ২৭ জুলাই আগামীকালই মুক্তি পেয়েছে ছবিটি।
২৭ জুলাই মুক্তি পেয়েছে ছবি৷ এক সময় সুদেষ্ণা রায়, পরমব্রত চট্টোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন দীক্ষিতা৷ এছাড়াও চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কস্টিউম ডিজাইনার, ফিল্ম প্রমোশন কো-অর্ডিনেটর এবং ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবেও চুটিয়ে কাজ করেছেন একাধিক প্রজেক্টে। এবার নিজেই হাত লাগিয়েছেন পরিচালনার কাজে৷ এবং খুবই নিপুণভাবে সম্পন্ন করেছেন সেই কাজ৷ ভাল সাড়া পয়েছে প্রমিস৷ এক কথায় দীক্ষিতা তাঁর প্রথম ছবিতেই বুঝিয়ে দিয়েছেন যে তিনি যে প্রমিস করেছেন দর্শকদের তা রাখতে তিনি সক্ষম হয়েছেন৷