তবে এই সমস্ত গুঞ্জনের মাঝে সেই রহস্যময়ী খোদ প্রকাশ্যে এসে সোশ্যাল মিডিয়া পেজগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর ছবি দিলজিৎ দোসাঞ্ঝের স্ত্রী হিসেবে ব্যবহৃত হওয়ায় বিরক্ত তিনি। রেডিটে একটা বড় পোস্ট দিয়ে ওই মহিলা লেখেন, “ইন্টারনেটে ছড়িয়ে পড়া দিলজিতের স্ত্রীর ছবিটি সন্দীপ কৌর নামের কোনও মহিলার নয়। এটা আমি।”
আরও পড়ুন : ক্ষমতাভেদে মহিলাদের সঙ্গে পুরুষদের আচরণ বদলে যায়: ‘লজ্জা’র পরিচালক অদিতি
advertisement
ওই মহিলা লিখেছেন, “কিছু সময় আগে আমি মডেল হিসেবে কাজ করেছিলাম। দিলজিৎ দোসাঞ্ঝের সঙ্গে মুখতিয়ার চাড্ডা ছবির শুনশান নামে একটি ভিডিও শ্যুটে কাজও করেছিলাম। তারপরেই আমার বন্ধু এবং আত্মীয়রা জানান, ইন্টারনেটে আমার ছবি ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে যে, আমি না কি দিলজিৎ দোসাঞ্ঝের স্ত্রী! প্রথমে তো আমি হেসেই উড়িয়ে দিয়েছিলাম। কারণ আমি জানতাম না, এটা কীভাবে ঘটেছে। ইউটিউব এবং কোরা-য় কয়েক বার টেক ডাউন রিক্যুয়েস্টও পাঠিয়েছি। কিন্তু আমি কখনওই ভাবিনি যে এত বছর ধরে তা ব্যাপকতা ধারণ করবে। এই খবর হামেশাই ভাইরাল হতে থাকে। এখানে আবার আমার ছবি টিকটক এবং ইনস্টাগ্রাম পোস্টে ব্যবহার করা হয়েছে। আর এই জল্পনায় আমি স্পষ্ট করে দিতে চাই যে, এটা আমার ছবি। আর আমি সন্দীপ কৌর নই।”
আরও পড়ুন : খেলতে খেলতে মা বিপাশার সঙ্গে যা করল ছোট্ট দেবী…একরত্তির কাণ্ড দেখে অবাক নেটিজেনরা
এরপর ওই মহিলা সকলের কাছে অনুরোধ জানান যে, “অনুগ্রহ করে সকলে রিপোর্ট করুন অথবা কমেন্ট করুন। আর সকলকে জানান যে, ইনি তাঁর স্ত্রী নন। আর আমিও ইন্টারনেটে কোনও রকম খ্যাতি অথবা সেরকম কিছু চাইছি না।”
এমনিতে নিজের ব্যক্তিগত জীবন সর্বসমক্ষে আনতে চান না দিলজিৎ দোসাঞ্ঝ। তবে সম্প্রতি এই গায়ক-অভিনেতা তাঁর মা-বাবার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। তবে বরাবরই প্রচারের আলো থেকে দূরে রাখেন নিজের পরিবারকে। তবে চারপাশে যা-ই গুঞ্জন হোক না কেন, দিলজিতের যেন সেই প্রসঙ্গে মুখে কুলুপ! তবে তাঁর এক বন্ধু সম্প্রতি দাবি করেন যে, অভিনেতা বিবাহিত এবং তাঁর এক পুত্রসন্তান রয়েছে। যদিও এই দাবিতে এখনও পর্যন্ত সীলমোহর দেননি অমর সিং চমকিলা তারকা।