TRENDING:

Diljit Dosanjh: গানের বিষয়বস্তু নিয়ে আপত্তি! দিলজিৎ দোসাঞ্জকে নোটিস পাঠাল তেলঙ্গানা সরকার... কী এমন হল?

Last Updated:

চণ্ডীগড়ের ওই বাসিন্দা একটি ভিডিও প্রমাণপত্রও পেশ করেছেন। নোটিসে তুলে ধরে হয়েছে যে, গত মাসে নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের লাইভ শোয়ের সময় অ্যালকোহল, মাদক এবং হিংসা নিয়ে প্রচার করে গান গেয়েছিলেন দিলজিৎ দোসাঞ্জ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: শুক্রবার অর্থাৎ ১৫ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলেছে দিলজিৎ দোসাঞ্জের শো। আর এরই প্রাক্কালে ওই পঞ্জাবি গায়ক তথা অভিনেতার কাছে একটি নোটিস পাঠানো হল তেলঙ্গানা সরকারের তরফে। কিন্তু সেই নোটিসে কী নির্দেশ দেওয়া হল দিলজিৎকে? আসলে মদ, মাদক অথবা হিংসা-দ্বেষ নিয়ে তাঁকে গান না গাওয়ারই নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শো চলাকালীন বাচ্চাদের ব্যবহার না করাও আর্জি জানিয়েছে তেলঙ্গানা সরকার। এছাড়া ওই নির্দেশিকায় এ-ও বলা হয়েছে যে, কনসার্টের সময় ব্যবহার করা অতিরিক্ত শব্দ এবং ফ্ল্যাশলাইট শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
News18
News18
advertisement

এই হায়দরাবাদ কনসার্ট আসলে দিলজিৎ দোসাঞ্জের দিল-ল্যুমিনাটি ট্যুরের অংশ। সারা দেশ জুড়ে ১০টি শহরে চলবে এই তারকার কনসার্ট। আসলে চণ্ডীগড়ের এক বাসিন্দার প্রতিনিধিত্বে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আর এটি জারি করেছে রঙ্গারেড্ডির ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার অফ দ্য ডিপার্টমেন্ট অফ ওয়েলফেয়ার অফ উইমেন অ্যান্ড চিল্ড্রেন, ডিজেবলড অ্যান্ড সিনিয়র সিটিজেনস।

চণ্ডীগড়ের ওই বাসিন্দা একটি ভিডিও প্রমাণপত্রও পেশ করেছেন। নোটিসে তুলে ধরে হয়েছে যে, গত মাসে নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের লাইভ শোয়ের সময় অ্যালকোহল, মাদক এবং হিংসা নিয়ে প্রচার করে গান গেয়েছিলেন দিলজিৎ দোসাঞ্জ।

advertisement

আরও পড়ুন: লা নিনা…! উল্টেপাল্টে গেল সব ভবিষ্যদ্বাণী! আবহাওয়ার ‘চরম’ ধাক্কা কবে? নভেম্বর-ডিসেম্বর নিয়ে এল মেগা আপডেট

বলে রাখা ভাল যে, দিলজিৎ দোসাঞ্জের দিল-ল্যুমিনাটি ট্যুরের ইন্ডিয়া লেগ দেশের ১০টি শহরে চলবে। এর মধ্যে অন্যতম হল মুম্বই, কলকাতা, ইনদওর, পুণে এবং গুয়াহাটি। দিল্লি থেকেই এই মেগা শো শুরু করেছিলেন দিলজিৎ। এরপরেই কনসার্ট হয়েছে জয়পুরে। মাত্র এক দিনেই তাঁর দিল্লির শোয়ে যোগ দিয়েছিলেন ৩৫ হাজারেরও বেশি মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের বাজারে 'সস্তার' ফুলকপি...! এবছর কিন্তু বদলে যেতে পারে ছবিটা
আরও দেখুন

জয়পুর কনসার্টে আবার জাল টিকিট কেলেঙ্কারির জেরে দর্শকদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে নিয়েছেন দিলজিৎ। ইন্ডিয়া টুডে-তে আবার দিলজিতের বক্তব্যও তুলে ধরা হয়েছে। যেখানে তিনি বলেছেন যে, “কেউ যদি টিকিট কেলেঙ্কারির মুখে পড়ে থাকেন, তাহলে আমি তাঁর কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা এমনটা করিনি। কর্তৃপক্ষ এই বিষয়টি খতিয়ে দেখছেন। যাঁরা কেলেঙ্কারিতে জড়িত, তাঁরা এর থেকে দূরত্ব বজায় রাখুন। আমাদের টিকিট খুব দ্রুত বিক্রি হয়ে গিয়েছে। এমনকী আমরাও সেটা জানতে পারিনি।” আসলে দিলজিতের কনসার্টের টিকিট লাইভ হতেই নিমেষের মধ্যে তা বিক্রি হয়ে যায়। যদিও পরে অনেকে রীতিমতো দাম বাড়িয়ে টিকিটের রিসেল করেছে। এমনকী কেউ কেউ তো জাল টিকিটও বিক্রি করেছে। প্রসঙ্গত দিলজিৎ দোসাঞ্জের দিল-ল্যুমিনাটি ট্যুরের শেষ শো অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৯ ডিসেম্বর গুয়াহাটিতে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Diljit Dosanjh: গানের বিষয়বস্তু নিয়ে আপত্তি! দিলজিৎ দোসাঞ্জকে নোটিস পাঠাল তেলঙ্গানা সরকার... কী এমন হল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল