দিদি নম্বর ১-এর মঞ্চে অতিথি হয়ে এসেছিলেন শ্রীতমা। শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'সোহাগ জল'। ধারাবাহিকের প্রচারেই এসেছিলেন অভিনেতারা। প্রশ্ন-উত্তর পর্ব চলছিল। ঠিক সেই সময়ই রচনাকে চুপ করিয়ে দেন শ্রীতমা। কী এমন বললেন যে নিজের শো-তেই চুপ করতে বাধ্য হলেন অভিনেত্রী?
advertisement
আরও পড়ুন : এখনও শৈশবের ‘তোপসে’-ই প্রিয় শাশ্বত চট্টোপাধ্যায়ের, আর কী কী বললেন?
শ্রীতমার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করছিলেন রচনা৷ তার উত্তরে শ্রীতমা সাফ জানান, "না, আমার সম্পর্কে আর তোমার কিছু জানার নেই৷ এইবার আর তুমি কোনও প্রশ্ন করবে না৷ আমি বলব 'এ বার বলো' তারপর তুমি বলবে৷"
আরও পড়ুন : আসন্ন ছবি নিয়ে নতুন চমক প্রসেনজিতের
তবে ঘটনাটি খুব বড় কিছু নয়৷ শ্রীতমা ফোনেই ডুবে থাকে সারাদিন, এই বিষয় নিয়ে হাসি ঠাট্টা চলছিল৷ সেইখানেই শ্রীতমা আর রচনার কথোপকথোন ছিল এটি৷ ২৮ নভেম্বর থেকে শুরু হয়েছে এই নতুন ধারাবাহিক, 'সোহাগ জল'। মেগা সিরিয়ালের অনেকেই উপস্থিত ছিলেন সেইখানে৷