TRENDING:

বিয়ে করে সলমন হবেন সেকেন্ড হাজবেন্ড !

Last Updated:

বলিউডে জোর গুঞ্জন ৷ এবছরের শেষের দিকেই নাকি সলমন খান বিয়ে করতে চলেছেন তাঁর গার্লফ্রেন্ড লুলিয়া ভান্তুরকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডে জোর গুঞ্জন ৷ এবছরের শেষের দিকেই নাকি সলমন খান বিয়ে করতে চলেছেন তাঁর গার্লফ্রেন্ড লুলিয়া ভান্তুরকে ৷ এমনকী, প্রীতি জিনতার বিয়ের পার্টিতেও, লুলিয়াকে নিয়ে এন্ট্রি দিয়েছিলেন সলমন খান ৷ তবে সম্প্রতি রটেছে নতুন খবর, লুলিয়া নাকি অলরেডি বিবাহিত ! প্রায় চার বছর চুটিয়ে সংসার করার পর লুলিয়া ছেড়ে দেন তাঁর পুরনো স্বামীকে ৷ খবর অনুযায়ী, লুলিয়ার প্রথম স্বামী ছিলেন রোমানিয়ন এক সুপারস্টার !
advertisement

নিন্দুকেরা বলছেন, লুলিয়ার নাকি শুধুই পছন্দ সিনেমার স্টারদের ৷ তাই রোমানিয়ান সুপারস্টারকে ছেড়ে, এবার লুলিয়া ধরেছেন বলিউডের দাবাং খান সলমন খানকে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ে করে সলমন হবেন সেকেন্ড হাজবেন্ড !