১০টা বছর পেরিয়ে গেলেও তাঁদের মধ্যে যে একটা অদৃশ্য বাধন রয়েই গেছে এখনও, তা অনুভব করেছেন অনেকেই। সোমবার নজরুল মঞ্চে লঞ্চ হল ধূমকেতুর ট্রেলার। শুটিং শেষ হওয়ার ৯ বছর পর মুক্তি পাচ্ছে ধূমকেতু।
বহু প্রতিক্ষীত সেই সিনেমার প্রচারে দেব-শুভশ্রীকে দেখার জন্য ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনা ছিল তুঙ্গে। কাউকে নিরাশ করেননি দেব-শুভশ্রী। প্রায় ১০ বছর পর একসঙ্গে একমঞ্চে হাজির হলেন তারকা জুটি।
advertisement
তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। সে কথা হাবেভাবে বুঝিয়েছেন দেব। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর দেব- শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি। সিনেমাতেও নয়। ধুমকেতু সিনেমা যেন তাঁদের আবার রিইউনিয়ন-এর মঞ্চ। সিনেমার প্রচারে তাই দু’জনকে আবার একসঙ্গে দেখা যাবে কিনা তা নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর এখনও অন্তরালেই রাখলেন তাঁরা।
আরও পড়ুন- দেশের একমাত্র সুপারস্টার যিনি একই পরিবারের ৩ নায়িকার সঙ্গে প্রেম করেছেন রুপোলি পর্দায় !
এতদিন সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো ও ব্লক করে রেখেছিলেন দেব-শুভশ্রী। এদিনের মঞ্চে কেটে গেল বাধা, একে অপরকে আবার ফলো করলেন। দু’জনে একসঙ্গে সেলফিও তুললেন। বেরিয়ে এল একেবারে ভেতরের গল্প। শুভশ্রী জানালেন, তিনি কখনও সোশ্যাল মিডিয়ায় দেবকে ব্লক করেননি। বরং অভিমানী দেব একটা সময় শুভশ্রীকে ব্লক করেছিলেন।
এদিন মঞ্চেই শুভশ্রী আবার দেবকে ফলো করতেই দেবও নিজের ফোন নিয়ে আসেন এবং শুভশ্রীকে ফলো করেন। এমন একটি ঘটনা বোধহয় প্রথম ঘটল কোনও মঞ্চে। সমস্ত ভুল-বোঝাবুঝি সরিয়ে রেখে একে অপরকে আবার ফলো করেন সমাজমাধ্যমের পাতায়।