সামাজিক মাধ্যমে নিজের ছবি শেয়ার করে প্রবীণ অভিনেতা লেখেন "তাজ ডিভাইডেড বাই ব্লাড সিরিজে আমি শেখ সেলিম চিস্তীর ভূমিকায় অভিনয় করছি। তিনি একজন সুফী সাধক ছিলেন। ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনাদের শুভেচ্ছা কাম্য।" পরে তিনি সেলিমবেশে নিজের আরও একটি ছবি শেয়ার করেন।
আরও পড়ুন : লটারিতে ১২.১৩ কোটি জিতে স্ত্রীকে গোপন, প্রাক্তনকে ফ্ল্যাট কিনে দিতেই সব ফাঁস, ঘোর সঙ্কটে যুবক
advertisement
মূলত সম্রাট আকবরের শাসনকালের উপর নির্ভর করে এই সিরিজে আকবরের চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ। তিনি মুঘল রাজবংশের সার্থক উত্তরসূরী খুঁজে চলেছেন জীবনের এই পর্বে। রোনাল্ড স্ক্যালপেল্লোর পরিচালনায় এই সিরিজে আনারকলি হয়েছেন অদিতি রাও হায়দরি। যুবরাজ সেলিমের ভূমিকায় দেখা যাবে অসীম গুলাটিকে। পাশাপাশি অভিনয় করবেন সন্ধ্যা মৃদুল, রাহুল বোস এবং শুভম কুমার মেহরা। সিরিজটি দেখা যাবে জি ফাইভ-এ।
এই সিরিজ ছাড়াও ধর্মেন্দ্র অভিনয় করবেন 'রকি অউর রানি কি প্রেম কহানি'-তে। এই ছবিতে করণ জোহরকে আবার পাওয়া যাবে পরিচালক হিসেবে। রণবীর সিং, আলিয়া ভাট, জয়া বচ্চন, শাবানা আজমি অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী ২৮ জুলাই।