TRENDING:

Dharmendra Health Update: ধর্মেন্দ্র কি আদৌ লাইফ সাপোর্টে? বলিউডের 'হি-ম্যান'-কে নিয়ে সানির টিম দিল বড় খবর

Last Updated:

Dharmendra Health Update: গুজবের অবসান ঘটিয়ে, সানি দেওলের দল সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আশ্বস্ত করেছে যে ধর্মেন্দ্র বর্তমানে স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থ হয়ে উঠছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র বেশ কিছুদিন ধরেই হাসাপাতালে ভর্তি৷ কেমন আছেন ‘শোলে’র বীরু, তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ অক্টোবরের শেষের দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ধর্মেন্দ্রকে৷ যদিও বেশ কয়েকটি সংবাদমাধ্যম প্রাথমিকভাবে নিয়মিত রুটিন চেকআপ হিসাবে রিপোর্টে জানিয়েছিল,কিন্তু ৮৯ বছর বয়সী অভিনেতাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে৷
News18
News18
advertisement

অবশেষে গুজবের অবসান ঘটিয়ে, সানি দেওলের দল সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আশ্বস্ত করেছে যে ধর্মেন্দ্র বর্তমানে স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থ হয়ে উঠছেন। বিবৃতিতে বলা হয়েছে,’এটি সর্বদা গুজব ছড়াচ্ছে। স্যার সুস্থ হয়ে উঠছেন। তিনি পর্যবেক্ষণে আছেন। চিন্তার কিছু নেই।’

আরও পড়ুন-নভেম্বরেই বাম্পার ‘জ্যাকপট’…! বৃহস্পতির উল্টো চালে খুলবে কপাল, আকাশছোঁয়া আয়-উন্নতি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

advertisement

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে, ডিসেম্বরে তার ৯০তম জন্মদিনের আগে অভিনেতার প্রায়শই স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রও জানিয়েছে যে ‘উদ্বেগের কোনও কারণ নেই’ এবং প্রবীণ তারকা সুস্থ আছেন।

আরও পড়ুন-নভেম্বরেই ‘লটারি’, গজকেশরী রাজযোগে মিথুন-সহ ৫ রাশির সোনায় সোহাগা, ধন-সম্পদের ফোয়ারা, লাগবে জ্যাকপট

advertisement

শোলে অভিনেতার নিয়মিত হাসপাতালে যাওয়ার ঘটনা এই প্রথমবার নয়। রুটিন চেক-আপকে জরুরি অবস্থা ভেবে ভুল করা হয়েছে বলে জানানো হয়েছে৷ ৩১শে অক্টোবর ধর্মেন্দ্রর দল আবারও সর্বভারতীয় সংবাদমাধ্যমকে স্পষ্ট করে জানিয়েছে যে, তাকে ভর্তি করা হয়েছে শুধুমাত্র সাধারণ চিকিৎসা পরীক্ষার জন্য। ‘উদ্বেগের কোনও কারণ নেই। তিনি সুস্থ আছেন এবং নিয়মিত চিকিৎসা পরীক্ষার জন্য ঘন ঘন হাসপাতালে যান। এমনই একটি পরিদর্শনের সময় কেউ তাকে অবশ্যই দেখেছে, যা ভক্তদের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্কের সৃষ্টি করেছে,’ বিবৃতিতে বলা হয়েছে।

advertisement

তার বহুমুখী প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রশংসিত হয়ে আসছে।’রকি অউর রানি কি প্রেম কাহানি’ (২০২৩) ছবিতে তার শেষ উপস্থিতি তার হৃদয়গ্রাহী অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিল, ছয় দশক ধরে ইন্ডাস্ট্রিতে থাকার পরেও তার স্থায়ী আকর্ষণ ফের প্রমাণ করেছে। এই প্রবীণ অভিনেতাকে পরবর্তীতে শ্রীরাম রাঘবনের যুদ্ধ নাটক ইক্কিস এবং ‘ম্যায়নে প্যায়ার কিয়া ফির সে’ ছবিতে দেখা যাবে, যেখানে তিনি আরবাজ খানের সঙ্গে অভিনয় করবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২০ দিনে ২ লক্ষ টাকার ব্যবসা! 'টুনটুন গাড়ি'র চাহিদা আজও তুঙ্গে
আরও দেখুন

আপাতত, দেওল পরিবার ভক্তদের শান্ত থাকার এবং যাচাই না করা স্বাস্থ্যের গুজবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে, তাদের প্রিয় ‘হি-ম্যান’ সুস্থ আছেন এবং আরামে বিশ্রাম নিচ্ছেন বলে আশ্বাস দিচ্ছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Dharmendra Health Update: ধর্মেন্দ্র কি আদৌ লাইফ সাপোর্টে? বলিউডের 'হি-ম্যান'-কে নিয়ে সানির টিম দিল বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল