বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিতে হুমায়ুন আহমেদের চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান ৷ ছবিতে রয়েছেন পার্নো মিত্র, বাংলাদেশের অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং তিশা ৷ ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মিডিয়া ও ভারতের এসকে মুভিজ ৷ ছবিতে সহ প্রযোজক হিসেবে ছিলেন ইরফান খানও ৷
ঢাকা সেন্সর বোর্ডে আটকে যাওয়া নিয়ে সংবাদ মাধ্যমকে পরিচালক জানিয়েছেন, ‘আমরা এর বিরুদ্ধে আইনি লড়াইতে যাব ৷ সব নিয়ম মেনেই আমরা ছবিটা তৈরি করেছি ৷ এমনকী, চিত্রনাট্যও আগে থেকে জমা দেওয়া হয়েছিল ৷ যা করা হয়েছে তা একেবারেই অনৈতিক ৷ ’
advertisement
অন্যদিকে ছবির অভিনেতা ও বলিউড স্টার ইরফান খান জানান, ‘সিনেমাটি আটকে যাওয়ার ঘটনায় আমি খুবই বিশ্মিত ৷ এই সিনেমায় এক লেখকের সঙ্গে এক নারীর মানবিক টানাপোড়েন তুলে ধরা হয়েছে ৷ এটি কীভাবে সমাজের ক্ষতি করবে তা বুঝে উঠতে পারছি না ৷ ’
অন্যদিকে ছবির প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা জানান, ‘পুরো ব্যাপারটাই খারাপ হয়েছে ৷ বাংলাদেশের কিছু মিডিয়াই ভুলভাবে ছবিটাকে বর্ণনা করছে ৷ আমরা এর প্রতিবাদ করব ৷ এই ছবি হুমায়ুন আহমেদের জীবনী নিয়ে নয় ৷ একেবারেই কাল্পনিক একটা চরিত্র ৷ আমরা আইনের পথেই পদক্ষেপ নিচ্ছি ৷ গোটা বিশ্বে খুব শীঘ্রই মুক্তি পাবে এই ছবি৷’