ভিডিওতে আরও বলা হয়েছে, মহিলাদের ছোট স্কার্ট, হট প্যান্ট, শর্ট ড্রেস, হাতকাটা পোশাক দেখেই পুরুষরা উত্তেজিত হন। আর তার ফলেই ধর্ষণের ঘটনা ঘটে। মেয়েদের অমন পোশাকের জন্যই নিজেদের সামলাতে না পেরে ধর্ষণ করে ফেলেন তাঁরা। কাল্কির সঙ্গে সেই ভিডিওতে আরেক যুবতীকেও দেখা গিয়েছে, যিনি একই সুরে প্রতিবাদ করেছেন। তবে পুরোটাই ব্যঙ্গের সুরে।
advertisement
আরও পড়ুন: স্টেশনে মাথা ঘুরে চলন্ত ট্রেনের নীচে পড়লেন যুবতী, তার পর? শিউরে ওঠা ভিডিও
আরও পড়ুন: জাতীয় ভারোত্তলনে নজির, 'সোনার মেয়ে' জলপাইগুড়ির শুভার্থী
এবার কাল্কির সেই ব্যঙ্গাত্মক ভিডিওকে হাতিয়ার করে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানালেন বাঙালি অভিনেত্রী দেবলীনা কুমার। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, 'অবশ্যই আমরা দায়ী, এবং আমাদের পোশাক। এবার পোশাক উত্তেজক হবে তো এরকম তো হবেই'। নিজের এই বার্তার মাধ্যমেই মানুষের মানসিকতাকে খোঁচা দিলেন অভিনেত্রী। পাশাপাশি ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধেও সোচ্চার হলেন।
এর আগে দেবলীনা বলেছিলেন, সুযোগ পেলে রাজনীতিতে আসতে চান তিনিও। গত বছর পুরসভা নির্বাচনের সময়ে ভোটে দাঁড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছিল তাঁকে দলের থেকে। কিন্তু নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন দেবলীনা। কারণ তাঁর মতে, রাজনীতির জন্য অনেকটা সময় দরকার যেটা তাঁর কাছে এই মুহূর্তে নেই। তবে এই মুহূর্তে দেশে বাড়তে থাকা ধর্ষণের ঘটনায় এভাবে ব্যঙ্গাত্মক প্রতিবাদ করে দেবলীনা নজর কেড়েছেন নেটিজেনের।