TRENDING:

Devlina Kumar on Rape: 'উত্তেজক পোশাক পরলে ধর্ষণ তো হবেই'! হঠাৎ কেন এমন বললেন দেবলীনা?

Last Updated:

ভিডিওতে আরও বলা হয়েছে, মহিলাদের ছোট স্কার্ট, হট প্যান্ট, শর্ট ড্রেস, হাতকাটা পোশাক দেখেই পুরুষরা উত্তেজিত হন। (Devlina Kumar on Rape)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দেশে প্রতিদিনই শিরোনামে ধর্ষণের খবর। প্রতিবাদ উঠছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কয়েকদিন আগেই বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিন খোঁচা দিয়ে প্রতিবাদ করেছিলেন উত্তোরত্তর বৃদ্ধি পাওয়া ধর্ষণের ঘটনার। সেখানে মেয়েদের পোশাককেই ব্যঙ্গের সুরে দায়ী করেছেন কাল্কি। অভিনেত্রীর কথায়, 'ধর্ষণের কারণ তো নারী নিজেই! এমন কিছু পোশাক তাঁরা পরেন, যা পুরুষদের উত্তেজিত করে। কারণ, তাঁদের চোখ আছে। তাঁরা দেখেন। এবং....। নইলে কী আর এ সব হয়?' (Devlina Kumar on Rape)
 Devlina Kumar on Rape
Devlina Kumar on Rape
advertisement

ভিডিওতে আরও বলা হয়েছে, মহিলাদের ছোট স্কার্ট, হট প্যান্ট, শর্ট ড্রেস, হাতকাটা পোশাক দেখেই পুরুষরা উত্তেজিত হন। আর তার ফলেই ধর্ষণের ঘটনা ঘটে। মেয়েদের অমন পোশাকের জন্যই নিজেদের সামলাতে না পেরে ধর্ষণ করে ফেলেন তাঁরা। কাল্কির সঙ্গে সেই ভিডিওতে আরেক যুবতীকেও দেখা গিয়েছে, যিনি একই সুরে প্রতিবাদ করেছেন। তবে পুরোটাই ব্যঙ্গের সুরে।

advertisement

আরও পড়ুন: স্টেশনে মাথা ঘুরে চলন্ত ট্রেনের নীচে পড়লেন যুবতী, তার পর? শিউরে ওঠা ভিডিও

আরও পড়ুন: জাতীয় ভারোত্তলনে নজির, 'সোনার মেয়ে' জলপাইগুড়ির শুভার্থী

এবার কাল্কির সেই ব্যঙ্গাত্মক ভিডিওকে হাতিয়ার করে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানালেন বাঙালি অভিনেত্রী দেবলীনা কুমার। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, 'অবশ্যই আমরা দায়ী, এবং আমাদের পোশাক। এবার পোশাক উত্তেজক হবে তো এরকম তো হবেই'। নিজের এই বার্তার মাধ্যমেই মানুষের মানসিকতাকে খোঁচা দিলেন অভিনেত্রী। পাশাপাশি ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধেও সোচ্চার হলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

এর আগে দেবলীনা বলেছিলেন, সুযোগ পেলে রাজনীতিতে আসতে চান তিনিও। গত বছর পুরসভা নির্বাচনের সময়ে ভোটে দাঁড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছিল তাঁকে দলের থেকে। কিন্তু নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন দেবলীনা। কারণ তাঁর মতে, রাজনীতির জন‍্য অনেকটা সময় দরকার যেটা তাঁর কাছে এই মুহূর্তে নেই। তবে এই মুহূর্তে দেশে বাড়তে থাকা ধর্ষণের ঘটনায় এভাবে ব্যঙ্গাত্মক প্রতিবাদ করে দেবলীনা নজর কেড়েছেন নেটিজেনের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Devlina Kumar on Rape: 'উত্তেজক পোশাক পরলে ধর্ষণ তো হবেই'! হঠাৎ কেন এমন বললেন দেবলীনা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল