বলে না দিলেও স্পষ্ট দেবের প্রোফাইলে শেয়ার করা ভিডিয়োয় এই দু’টি পা আদতে দেব (Dev) ও রুক্মিণীর (Rukmini) ৷ বিশেষ বান্ধবীর সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন তারকা সাংসদ ৷ গত কয়েকদিন ধরেই তাঁদের প্রোফাইল সমুদ্রময় ৷ বুধবার দুপুরে দেব প্রথমে ভিজে বালিতে তাঁদের পায়ের ছাপের ছবি প্রথম শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, ‘‘পরবর্তী সময় পর্যন্ত৷’’
advertisement
তার পর শেয়ার করেন সমুদ্রের ঢেউয়ে ভিজে যাওয়া ভিডিয়োটি৷ রোমান্টিক হলেও এই ভিডিয়ো ঘিরে শুরু হয়ে যায় ট্রোলিং ৷ ক্যাপশনে দেব তিমি ও ডলফিনের ইমোজি দেন ৷ এই দুটি জলচর প্রাণীকে কেন ভিডিয়োয় দেখা যাচ্ছে না, সে প্রশ্নও করেন অনেকে ৷ কেউ কটাক্ষ করেন বিয়ের আগে মধুচন্দ্রিমা নিয়েও ৷
তবে নেটিজেনদের ট্রোলিংয়ে সবথেকে বেশি যা উঠে এসেছে, তা হল ‘চাঁদের পাহাড়’-এর বুনিপের প্রসঙ্গ ৷ কেউ জিজ্ঞাসা করেছেন, ‘বুনিপের পা নাকি?’ অনেকে আবার যাননি প্রশ্নের পথেও ৷ তাঁরা নিশ্চিত, মলদ্বীপের সৈকতে ওই পায়ের ছাপ আর কারও নয়, স্বয়ং বুনিপের!