মায়ের সঙ্গে একটি আদুরে মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা। মায়ের উদ্দেশে লিখলেন, 'জানি না আমাকে নিয়ে তুমি কতটা গর্ব অনুভব করো। কিন্তু তোমার ছেলে হয়ে আমি খুবই গর্বিত। শুভ জন্মদিন মা।'
ছবিতে দেখা যাচ্ছে, বিলাসবহুল বাড়িতে মাকে জড়িয়ে বসে অভিনেতা। দু'জনের মুখেই হাসি উজ্জ্বল। দেবের পোস্টে তাঁর মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীর। জীবনের প্রত্যেকটি ধাপেই মা-বাবাকে পাশে পেয়েছেন দেব। ছেলের অভিনেতা হওয়ার স্নপ্নকে লালন করেছেন তাঁর অভিভাবকও।
advertisement
দেব একাধারে অভিনেতা, রাজনীতিক। তাঁর কাঁধে একাধিক দায়িত্ব। কিন্তু ব্যস্ত রুটিনের মাঝেও মায়ের বিশেষ দিন উদযাপন করতে ভোলেননি তিনি। প্রত্যেক বছরই নিজের মতো করে মায়ের জন্মদিন পালন করেন অভিনেতা। এ বারও অন্যথা হল না।
আরও পড়ুন: 'আরআরআর' এর জয়ে আপ্লুত! 'নাটু নাটু'র হুকস্টেপে পা মেলালেন রাজামৌলি ও কিরাবাণী
সম্প্রতি মুক্তি পেয়েছে দেব এবং মিঠুন চক্রবর্তীর 'প্রজাপতি'। বাবা-ছেলের সম্পর্কের আখ্যানকে কেন্দ্র করে তৈরি এই ছবি মন জয় করেছে দর্শকের। বক্স অফিসে ভাঁড়ার ভরেছে ছবিটির।