সাদা সোয়েটশার্ট এবং নীল জিন্সে দীপিকাকে দেখাচ্ছিল অনবদ্য। মা হওয়ার পর দীপিকাকে এমন রূপে দেখে সকলেই মুগ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যায়, দিলজিতের দুর্দান্ত পারফরম্যান্স উপভোগ করছেন দীপিকা। দিলজিতের সঙ্গে মঞ্চে দীপিকাকে দেখা যায়। প্রসঙ্গত, দীপিকা তাঁর গর্ভাবস্থায়ও শুটিং করেছেন। ‘কল্কি ২৮৯৮ এডি’-র ছবির প্রচারও করেছেন সেই সময়। তবে মা হওয়ার পর লাইমলাইট থেকে দূরেই ছিলেন তিনি। এই সময়টা একান্তই ‘দুয়া’কে দিতে চান বলেও জানিয়েছিলেন।
advertisement
আরও পড়ুন- ‘আমি নাকি ভোটে দাঁড়ানোর জন্য…’, হিন্দি গান বিতর্কে অবশেষে সপাট জবাব ইমনের
বাবা হওয়ার পর জীবন কতটা বদলে গেছে সেই বিষয়ে একটি সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘এই মুহূর্তে এক অন্য আনন্দে রয়েছি। আমি অনেক দিন ধরেই বাবার ডিউটিতে।’ এর এদিকে হঠাৎই বেঙ্গালুরুতে দিলজিতের অনুষ্ঠানে পৌঁছে যান দীপিকা। তবে এই কনসার্ট দেখার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় তাঁকে।
আরও পড়ুন- অভাগা অভিনেত্রী…! বিয়ে না করেই আজীবন ‘বিধবা’ থেকে গেলেন এই নায়িকা, বলুন তো কে
বেঙ্গালুরুর ট্রাফিক সম্পর্কে প্রায় সকলেই জানেন। ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় সেই ট্রাফিকে। দীপিকাও সেই সমস্যাতেই আটকে পড়েন। আর অপেক্ষা করতে গেলে হয়তো দিলজিতের সঙ্গে আর দেখাই হত না তাঁর। তাই তড়িঘড়ি নেমে পড়েন গাড়ি থেকে। বেঙ্গালুরুর সেই রাস্তা থেকে হেঁটেই পৌঁছন অনুষ্ঠানে। সঙ্গে ছিলেন দীপিকার কয়েক জন বন্ধু। সেই ভিডিয়ো এখন ভাইরাল।