TRENDING:

অনুষ্কার মতো বউ সাজতে চাই, সব্যসাচীর কাছে আবদার করলেন দীপিকা!

Last Updated:

তাহলে কি সব রেডি? গুঞ্জনটাই সত্যি হতে চলেছে? মানে দীপিক পাড়ুকোন ও রণবীর সিং সত্যিই তাহলে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তাহলে কি সব রেডি? গুঞ্জনটাই সত্যি হতে চলেছে? মানে দীপিক পাড়ুকোন ও রণবীর সিং সত্যিই তাহলে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ! মোটামুটি বলিউডের হাওয়ায় আপাত উড়ছে এইসব খবরই ৷ আর এই খবরে ইন্ধন জুগিয়েছে, খোদ নায়িকা দীপিকা পাড়ুকোন ! শোনা গিয়েছে, অনুষ্কা শর্মার বিয়ের পোশাক থেকে অনুপ্রেরণা পেয়েই নাকি বিয়ের সাজে সাজতে চান দীপিকা ! আর সেই কারণেই নাকি ঘন ঘন সব্যসাচীকে ফোন করে চলেছেন দীপিকা ৷ আর সব্যসাচীর কাছে একটাই আবদার ! অনুষ্কার মতো বউ সাজতে চাই ৷
advertisement

অন্যদিকে, দীপিকার জন্মদিনে রণবীর ও দীপিকা দু’জনেই পরিবার নিয়ে পৌঁছেছিলেন মলদ্বীপে ৷ তবে গোটা বলিউডে ছড়িয়ে পড়েছিল মলদ্বীপ নয়, বরং শ্রীলঙ্কায় গিয়েছেন রণবীর-দীপিকা ৷ ঠিক এই সময়ই রটে গেল জন্মদিনের সঙ্গে সঙ্গে রণবীর ও দীপিকা নাকি এনগেজমেন্টটাও সেরে ফেলছেন ! তবে সে নিয়ে তেমন কোনও খবর না পাওয়া গেলেও, জানা গিয়েছে রণবীরের পরিবারের পক্ষ থেকে দীপিকাকে নাকি দেওয়া হয়েছে বেশ দামি উপহার !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শোনা গিয়েছে, ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি শাড়ি ও ডায়মন্ড নেকলেস দীপিকাকে উপহার দিয়েছেন রণবীরের পরিবারের লোকেরা ৷ তবে এটাই এনগেজমেন্টের উপহার কিনা, তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি দুই পক্ষই ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
অনুষ্কার মতো বউ সাজতে চাই, সব্যসাচীর কাছে আবদার করলেন দীপিকা!