TRENDING:

দীপিকার জন্য ছবি ছাড়লেন ছোটপর্দার অভিনেতা ভিকি কৌশল !

Last Updated:

দীপিকা বললেন সোজা না ! আর দীপিকার না শোনা মাত্রই সঞ্জয় লীলা বনশালিও ঠিক করে ফেললেন, অভিনেতা ভিকি কৌশলকে কখনই নেওয়া যাবে না তাঁর নতুন ছবি ‘পদ্মবতী’তে !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দীপিকা বললেন সোজা না ! আর দীপিকার না শোনা মাত্রই সঞ্জয় লীলা বনশালিও ঠিক করে ফেললেন, অভিনেতা ভিকি কৌশলকে কখনই নেওয়া যাবে না তাঁর নতুন ছবি ‘পদ্মবতী’তে ! আর বনশালির মুখ থেকে একথা শোনার পর আর নাকি এক মিনিটও ভাবেননি ভিকি ৷ ছেড়ে চলে এলেন ‘পদ্মবতী’ !
advertisement

কিছুদিন ধরেই গুঞ্জনে ছিল বনশালির নতুন ছবি ‘পদ্মবতী’তে দীপিকার স্বামীর চরিত্রে অভিনয় করার জন্য ‘মাসান’ ছবিতে থেকে লাইমলাইটে আসা অভিনেতা ভিকি অডিশন দিচ্ছেন ৷ এমনকী, ভিকির অডিশনে বেশ খুশিও হয়েছিলেন সঞ্জয়লীলা বনশালি ৷ কিন্তু ভিকির কথা জানার পর বেঁকে বসলেন দীপিকা ৷ বনশালিকে সোজা নাকি দীপিকা জানিয়ে দিলেন ছোটপর্দার অভিনেতার সঙ্গে তিনি কাজ করবেন না !

advertisement

পুরো ঘটনায় স্বভাবতই অবাক হয়েছেন ভিকি কৌশল ৷ তবে জানা গিয়েছে, এ ব্যাপারটা নিয়ে তিনিও খুব একটা জলঘোলা করেননি ৷ সোজা বনশালিকে জানিয়ে, ছবিটা ছেড়ে দিয়েছেন তিনি ৷

সঞ্জয় বনশালির নতুন ছবি ‘পদ্মবতী’ তৈরি হয়েছে আলাউদ্দিন খিলজি ও রানি পদ্মবতীকে নিয়ে ৷ আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং৷ ছবিটির শ্যুটিং শুরুর তারিখ ঠিক না হলেও, সঞ্জয় কিন্তু ইতিমধ্যেই শ্রেয়া ঘোষালকে দিয়ে রেকর্ড করিয়ে ফেলেছেন ‘পদ্মবতী’র গান !

advertisement

বাজিরাও মস্তানি’ বক্স অফিসে জবরদস্ত হিট ! উলটো দুকে শাহরুখ খানের ছবি ‘দিলওয়ালে’কে একেবারে কুপোকাত করে বছরের সেরা ছবি হয়ে ওঠে সঞ্জয় লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’ ৷ আর সেই সাফল্যকে সঙ্গে নিয়েই ফের পর্দায় বনশালি আনতে চলেছে আরেকটি পিরিয়ড ছবি ‘পদ্মাবতী’ ! আর আপাতত এই ছবি নিয়ে নানা গুঞ্জেন ব্যস্ত বলিউড !

advertisement

বনশালির ‘পদ্মাবতী’তে মূল ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ৷ তবে গুঞ্জনটা রটেছে অন্য একজনকে নিয়েই ৷ অভিনেতার নাম ভিকি কৌশল ৷ ‘মাসান’, ‘রমন রাঘব’ ছবিতে অভিনয় করেই জনপ্রিয়তায় এসেছেন তিনি ৷ শোনা গিয়েছে, বনশালির ‘পদ্মাবতী’ ছবিতে তিনিই নাকি হতে চলেছেন দীপিকা পাড়ুকোনের স্বামী !

গুঞ্জনে এসেছে, বেশ কিছুদিন ধরেই বনশালি অডিষন নিচ্ছেন ভিকি-র ৷ আর তা নাকি একেবারে দীপিকার স্বামীর চরিত্রের জন্য ৷ তবে পুরো ব্যাপারটি নিয়ে আপাতত মুখ খুলতে রাজি নন ভিকি ৷ শুধু জানিয়েছেন, ‘এখন এই নিয়ে বলার মতো কিছু নেই !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আপাতত দীপিকা ব্যস্ত, তাঁর হলিউড প্রোজেক্ট ‘ট্রিপল এক্স’ নিয়ে ৷ অন্যদিকে রণবীর ব্যস্ত আদিত্য চোপড়ার ‘বেফিকরি’ ছবি নিয়ে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
দীপিকার জন্য ছবি ছাড়লেন ছোটপর্দার অভিনেতা ভিকি কৌশল !