ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। কেউ কেউ বলছেন, দীপিকা পাডুকোন (Deepika Padukone) এই ছবিতে জীবনের সেরা অভিনয় করে ফেলেছেন। কিন্তু বাস্তবে সম্পর্কে প্রতারণা কি এতই সহজ? নাকি আজকের যুগেও সম্পর্কে প্রতারণাকে বাঁকা দৃষ্টিতেই দেখা হয়? এই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই।
আরও পড়ুন- গত তিন মাস ধরে গোপনে সম্পর্ক রাখছেন হৃতিক-সাবা! প্রথম দেখা কোথায়, ফাঁস প্রেমের গল্প
advertisement
দীপিকা (Deepika Padukone) সম্পর্কে প্রতারণা নিয়ে বলছেন, "এটা এমন একটা বিষয় যেটা আমরা সমর্থন করি না। কিন্তু সেটা না হলেও, আমি অন্য কারও সম্পর্ক নিয়ে নিজের কোনও মতামত রাখতে পারি বলে। আমি অন্য কারও সম্পর্কে কী হতে পারে বা না হতে পারে তা আমি বলতে পারি না। নিজেদের যোগাযোগ, সমীকরণ নিয়েই তৈরি সম্পর্ক। এইগুলি যখন হারিয়ে যায়, তখনই সম্পর্ক শেষ হয়ে যায়।"
দীপিকা সবশেষে বলেন, সম্পর্কে থেকে অন্য কারও সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার বিষয়টি মেনে নেওয়া শক্ত। কিন্তু তার চেয়েও কষ্টকর হল, যখন মানসিক সম্পর্কে দূরত্ব, অবিশ্বাস তৈরি হয়। সেটি মেনে নেওয়া আরও কষ্টকর। দীপিকা জানান, গেহেরাইয়া ছবিটি তাঁর মনের খুব কাছাকাছি। প্রসঙ্গত, এই ছবিতে (Gehraiyaan) দীপিকা ছাড়াও অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদি, অনন্যা পাণ্ডে, ধারিয়া কারওয়া, নাসিরুদ্দিন শাহ, রজত কাপুর। অভিনেত্রী দীপিকা পাডুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদির উষ্ণ রসায়ন প্রথম বার প্রকাশ্যে আসতেই নজর কেড়েছিল নেটিজেনদের। এমন বোল্ড অবতারে দীপিকাকে এর আগে দেখা যায়নি।