কিন্তু গান এবং নাচের মূল চরিত্র দীপিকা পাড়ুকোন বিতর্কের জলঘোলার মাঝে নীরবতা পালন করেছিলেন। ছবি মুক্তির দিন এগোতে শুরু করলে তিনি তাঁর 'প্রিয় গান' ‘বেশরম রং’ নিয়ে মুখ খুলেছেন। ছবির প্রযোজক সংস্থা যশরাজ ফিল্মস সদ্য একটি প্রচারমূলক ভিডিও পোস্ট করা হয়েছে।
দীপিকা সেখানে জানান, ছবির দু’টি গানই ‘ঝুমে যো পাঠান’ বা ‘বেশরম রং’ তাঁর পছন্দের। কিন্তু বিতর্কিত ওই গানটি শ্যুট করতে সবথেকে বেশি করসত করতে হয়েছে তাঁকে। তাই হয়তো একটু বেশিই পছন্দ দ্বিতীয়টি।
আরও পড়ুন: গেরুয়া বহু নায়িকার পছন্দের রং ছিল, পাঠান তরজায় আশা! বোর্ডের অনুমোদন পেয়েও গানে কাঁচি চালানো হবে?
আরও পড়ুন: বেশরম রং-এর ঘোর বাস্তবেও? দীপিকা জন্মদিন কাটালেন হলুদ বিকিনিতে, কটাক্ষ নায়িকাকে!
গানের ভিডিওটি দেখে মনে হচ্ছিল, শ্যুটের সময়ে ওই জায়গার আবহাওয়া খুবই আরামদায়ক ছিল, রোদে ভেজা, মনোরম। কিন্তু তা মোটেও সত্যি নয়। শ্যুটের সময়ে হু হু করে ঠান্ডা হাওয়া বইছিল। শ্যুট হয়েছিল স্পেনে। বিচের পার্টিতে বিভিন্ন স্যুইমস্যুটে নাচ করতে দেখা গিয়েছে দীপিকাকে। কিন্তু আদপে যে কী ভোগান্তি, তার আন্দাজ পাওয়া যেত না দীপিকা না জানালে।
এই ছবির চরিত্রের জন্য কঠিন ফিটনেস রেজিমে ছিলেন তিনি। কিন্তু ভক্তদের সামনে তাঁর ডায়েট সম্পর্কে খোলসা করতে চাননি দীপিকা। তাঁর যুক্তি, ‘অনেক সময়ে অভিনেতাদের ডায়েট শুনে সেটা ট্রাই করতে চেষ্টা করেন অনেকে। কিন্তু সবসময়ে ঠিক নয়। তাই বিস্তারিত বলব না। প্রবল মেনটেইন করতে হয়েছে আমায়।’