TRENDING:

পুরোটাই ‘সাজানো’, বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাখি সাওয়ান্তের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দীপিকা-রণবীর ও প্রিয়াঙ্কা-নিকের বিয়ের পরেই বিনোদন জগতে রটে গিয়েছিল রাখি সাওয়ান্ত নাকি বিয়ে করতে চলেছেন ৷ তাও আবার জনপ্রিয় ইউটিউবার দীপক কালালকে ৷ একথা কোনও গুঞ্জন নয়, বরং রাখি সাওয়ান্ত নিজেই জানিয়ে ছিলেন ৷ এমনকী, দীপক ও রাখি দু’জনে মিলে সাংবাদিক সম্মেলনেই বিয়ে নিয়ে নানা কথা বলেছিলেন ৷ নগ্ন হয়ে বিয়ের পিঁড়িতে বসা, লস এঞ্জেলেসে বিয়ের আসর ! এ সব তথ্য দীপিক ও রাখিই নানাভাবে শেয়ার করেছিলেন ৷ তবে এসব নাকি গোটাটাই সাজানো ! পুরোটাই নাকি নাটক ৷
advertisement

সম্প্রতি এক দৈনিকে এরকমটিই জানিয়েছেন রাখি সাওয়ান্ত ৷ রাখির কথায়, ‘এই বিয়ের সব কিছুই প্ল্যান করেছিলেন দীপক কালাল ৷ আমাকে রীতিমতো মিথ্যে বলে রাজি করিয়েছেন দীপক ৷ এখনও ব্যাপারটা একটু বেশিই বাড়াবাড়ির দিকে যাচ্ছে, তাই আমি পুরো ব্যাপারটা থেকেই সরে আসছি ৷ আমাকে ক্ষমা কর দীপক !’

এখানেই শেষ নয় রাখি জানিয়েছেন, ‘বিয়ে নিয়ে যেটা চলছে, তা দেখে আমার পরিবারের লোক আমার ওপর প্রচণ্ড ক্ষেপে গিয়েছে ৷ আমি তাঁদের কাছে সম্মান হারিয়েছি ৷ আমি সহজ, সরল জীবন চাই ৷ আমি মিথ্যে বলতে পছন্দ করি না ৷ কিন্তু দীপকের চক্করে পরে আমাকে মিথ্যে বলতে হয়েছে !’ তবে রাখির এই মন্তব্য নিয়ে এখনও মুখ খোলেননি দীপিক কালাল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

তবে বিয়ে সত্যি হোক বা সাজানো, রাখি যে খবরে থাকার জন্য যা খুশি করতে পারেন, তা ফের প্রমাণিত ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
পুরোটাই ‘সাজানো’, বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাখি সাওয়ান্তের