এই ভিডিওতে, তিনি বুঝিয়ে দিয়েছেন যে ফ্লাইটে প্রথমবার দুই সন্তানের সঙ্গে ভ্রমণ করা তাঁর জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল। দেবিনার সমস্যা নিয়ে সমবেদনা জানানোর বদলে বেশ কিছু নেটিজেন তাঁর আদিখ্যেতা নিয়ে ট্রোল করেছেন নেটিজেনরা।
দেখে নিন ভিডিওতে ঠিক কী বলেন দেবিনা৷
২০২২ -এই দেবিনা ৭ মাসের ব্যবধানে দুটি সন্তানের জন্ম দেন। তাঁদের প্রথম সন্তান লিয়ানা এপ্রিলে জন্মেছে, আর দিবিশা নভেম্বরে জন্মেছে। দেবিনা এই প্রথমবার দুটি শিশুর সঙ্গে ভ্রমণ করেছিলেন এবং তাঁর অভিজ্ঞতাও শেয়ার করেছিলেন।
advertisement
দেবিনা বন্দ্যোপাধ্যায় জানান, টেকঅফ এবং ল্যান্ডিংয়ের প্রবল শব্দ শিশুরা যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে। দেবিনার সঙ্গে তা ঘটেনি। তাঁদের বাচ্চা দুটো মোটেও কাঁদেনি। দেবিনা বিজনেস ক্লাসে গোয়া বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে তাকে খুব খুশি দেখাচ্ছে, কারণ প্রথমবারের মতো তিনি উভয় সন্তানের সাথে সফলভাবে যাত্রা শেষ করেছেন। তিনি বলেছিলেন যে তার বাচ্চারা তাকে ফ্লাইটে বিরক্ত করেনি। যদিও ভোর ৫টায় ফ্লাইট ওঠার সময় তাদের সন্তানরা ফ্লাইটের আগে ঘুমায়নি। এ জন্য তিনি রাত ২টা থেকে জেগে ছিলেন। গোয়া বিমানবন্দরে পৌঁছে দেবিনা জানান, গুরমিত ভুল করেছে।
আসলে, গুরমিত চৌধুরী বাড়িতে বাচ্চাদের একটি স্যুটকেস ফেলে রেখে চলে এসেছিলেন। এ জন্যে দেবিনাকে গুরমিতের ওপর একটু রেগে যেতেও দেখা গেছে।
এদিকে দেবিনা এই ভিডিও দেখার পর নেটিজেনরা তাঁকে ট্রোল করতে শুরু করে। কেউ তাকে বিজনেস ক্লাসের জন্য ট্রোল করেছে, কেউ বা বাচ্চাদের সঙ্গে আয়া নিয়ে যাওয়ার জন্য ট্রোল করছে!