বলিউডে হিমেশ রেশমিয়া একটি জনপ্রিয় নাম। ইমরান হাশমির অভিনয় আর হিমেশের গলার জাদুতে এক সময়ে মুগ্ধ হয়েছিল দর্শক। ‘আশিক বানায়া আপনে’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন তিনি।
আরও পড়ুন: পুজোর আগেই ঝলমলে ত্বক! রোজ সকালে খালি পেটে ভিটামিনে ঠাসা দুটি পাতা, ২ টাকায় দাগছোপ ৩ দিনে গায়েব
advertisement
বাবা ছিলেন হিমেশের কাছে ‘ফ্রেন্ড, ফিলোজফার, গাইড’। একবার একটি ইন্টারভিউতে উল্লেখ করেছিলেন, তিনি ছোটবেলা থেকেই তাঁর ছেলের সঙ্গীতপ্রতিভা নিয়ে গর্বিত ছিলেন। হিমেশকে গান শেখানোর দিকে মনোনিবেশ করানোর জন্য নিজের সঙ্গীত পরিচালক হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়েছিলেন। ভিপিন সলমান খানের একটি ছবির জন্যও সঙ্গীত রচনা করেন।
বছরের শুরু থেকেই একের পর এক তারকারা ছেড়ে চলে যাচ্ছেন৷ বুধবার প্রয়াত হন তামিল অভিনেত্রী সিআইডি শকুন্তলা৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি৷ মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৪ বছর৷ নায়িকা থেকে খলনায়িকা, সব চরিত্রেই বহুমুখী প্রতিভার জন্য তিনি বিখ্যাত ছিলেন৷, মঙ্গলবার বেঙ্গালুরুতে মারা যান তিনি ৷