হাসপাতাল সূত্রে খবর, অমৃতসরের ফোর্টিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিন্দর। ৯ অক্টোবর বিকেল ৫.৩০ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ২০০৯সালে মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতা জিতেছিলেন। কাবাডি ওয়ান্স মোর দিয়ে পাঞ্জাবি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস এবং মারজাওয়ার মতো হিন্দি ছবিতেও অভিনয় করেন তিনি।
advertisement
পঞ্জাবের বিনোদন দুনিয়ায় গতকালও এসেছে এক দুঃসংবাদ। মৃত্যু হল জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও অভিনেতা রাজবীর জওয়ান্দার। সূত্রের খবর, বুধবার সকালে মোহালির একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। গত ২৭ তারিখ বাইক চালিয়ে শিমলা যাচ্ছিলেন রাজবীর। বাড়ির লোক বারবার বারণ করলেও তিনি শোনেননি। শিমলা যাওয়ার সময় হিমাচলপ্রদেশের বদ্দির কাছে এক ভয়ঙ্কর বাইক দুর্ঘটনার শিকার হন।জানা গিয়েছে, একটি গরু রাজবীরের বাইকের সামনে চলে এসেছিল। তারপরেই নিয়ন্ত্রণ হারান রাজবীর। বাইক থেকে ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় সোলানের হাসপাতালে ভর্তি করা হয় ৩৫ বছর বয়সি পঞ্জাবি গায়ক তথা অভিনেতাকে। পরে সেখান থেকে মোহালির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শিরদাঁড়ায় গুরুতর চোট পেয়েছিলেন রাজবীর। মস্তিষ্কেও প্রবল রক্তক্ষরণ হয়।