TRENDING:

Death News: সব শেষ, সাতসকালে বিরাট দুঃসংবাদ! চলে গেলেন 'নিকটতম' মানুষটা... শোকে পাথর গায়ক আদনান সামি

Last Updated:

৭৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। সোমবার সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর খবর জানান গায়ক নিজেই। যদিও কী কারণে তিনি প্রয়াত হলেন, তা জানাননি আদনান। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: প্রয়াত বিখ্যাত গায়ক আদনান সামির মা বেগম নওরিন সামি খান । ৭৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। সোমবার সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর খবর জানান গায়ক নিজেই। যদিও কী কারণে তিনি প্রয়াত হলেন, তা জানাননি আদনান।
advertisement

এদিন গায়ক লেখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার মা বেগম নওরিন সামি খান প্রয়াত। আমি ও আমাদের পরিবার গভীর শোকাহত। তাঁকে আজীবন সকলে মনে রাখবেন। মায়ের স্পর্শ, মায়ের আদর-ভালবাসা খুব মিস করব। ওঁর আত্মার শান্তি কামনা করবেন। ঈশ্বর মাকে চিরশান্তিতে রাখুন।’

আরও পড়ুন: গাইতে গাইতে গায়কের মুখ দিয়ে উঠে আসে রক্ত! সুপারহিট ছবির তুমুল জনপ্রিয় গান কে গেয়েছিলেন জানেন?

advertisement

দীর্ঘ ৯ বছর পর আবার বলিউডে ফিরতে চলেছেন আদনান সামি।  দুটো ছবিতে প্লেব্যাক করছেন তিনি। কাসুর এবং ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো ছবি দুটোতে গান গেয়েছেন তিনি। সূত্রের খবর, আসন্ন মিউজিক্যাল হরর সিনেমা ‘কসুর’-এ একটি রোমান্টিক গান গাইবেন আদনান সামি। দেখা যাবে আফতাব শিবদাসানি, ঊর্বশী রাউতেলাকে। মায়ের মৃত্যুর খবর প্রকাশ্য়ে আসতেই গায়ককে সমবেদনা জানিয়েছেন সকলে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Death News: সব শেষ, সাতসকালে বিরাট দুঃসংবাদ! চলে গেলেন 'নিকটতম' মানুষটা... শোকে পাথর গায়ক আদনান সামি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল