এ বছর পুরস্কারের নিরিখে দক্ষিণী ও বলিউড একে অপরকে টক্কর দিয়েছে। ‘কাশ্মীর ফাইলস’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। অন্য দিকে আলিয়া ভাট ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পান। রণবীর কাপুর ‘ব্রহ্মাস্ত্র’-এর জন্য জিতে নিয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। 'চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের' জন্য পুরস্কৃত হয়েছেন রেখা।
আরও পড়ুনঃ ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে "দাফান", ভাষা দিবসে প্রকাশ্যে চরিত্রদের লুক
advertisement
তেলুগু অ্যাকশন ড্রামা ‘আরআরআর’ বছরের শুরুতেই ভারতকে গোল্ডেন গ্লোব এনে দেয়। সোমবার রাতে স্বীকৃতি পেয়েছে সেই দক্ষিণী সিনেমাও। দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডে ‘আরআরআর’ 'ফিল্ম অফ দ্য ইয়ার' জিতেছে।
দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেখে নিন:
সেরা চলচ্চিত্র: কাশ্মীর ফাইল
সেরা পরিচালক: আর বাল্কি ‘চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট’-এর জন্য
সেরা অভিনেতা: রণবীর কাপুর ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১’-এর জন্য
সেরা অভিনেত্রী: ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির’ জন্য আলিয়া ভাট
সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতা: ‘কান্তারা’-এর জন্য ঋষভ শেট্টি
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: ‘জুগজুগ জিয়োর’ জন্য মণীশ পল
চলচ্চিত্রে অসামান্য অবদান: রেখা
সেরা ওয়েব সিরিজ: ‘রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস’
সেরা অভিনেতা(ক্রিটিক চয়েস): ‘ভেড়িয়া’র জন্য বরুণ ধাওয়ান
আরও পড়ুনঃ সাবেকি সাজে আলাদা আকর্ষণ, বাণীর রূপে মুগ্ধ নেটিজেন
বছরের সেরা চলচ্চিত্র: ‘আরআরআর'
বছরের সেরা টেলিভিশন সিরিজ: ‘অনুপমা’
বছরের সবচেয়ে বহুমুখী অভিনেতা: ‘কাশ্মীর ফাইলস’- জন্য অনুপম খের
টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা: ‘ফানা- ইশক মে মারজাওয়া’-র জন্য জাইন ইমাম
টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী: ‘নাগিন’-এর জন্য তেজস্বী প্রকাশ
সেরা গায়ক (পুরুষ): ‘মাইয়া মাইনুর’ জন্য সচেত ট্যান্ডন
সেরা গায়িকা (নারী): ‘মেরি জানের’ জন্য নীতি মোহন
সেরা চিত্রগ্রাহক: ‘বিক্রম ভেদা’-এর জন্য পিএস বিনোদ
সঙ্গীতে অসামান্য অবদান: হরিহরণ