কোনও ছবিতে কার্পেটের উপরে শুয়ে আছেন নগ্ন রণবীর। কখনও বা বসে ক্যামেরায় কঠিন দৃষ্টিতে পোজ। যদিও কয়েকটি ছবিতে কালো অন্তর্বাস পরে রয়েছেন। মুহূর্তে ভাইরাল সেই ছবিগুলি। আমেরিকার একটি ম্যাগাজিনের জন্য এই ফোটোশ্যুট করিয়েছিলেন দীপিকা পাড়ুকোনের স্বামী।
আরও পড়ুন: রণবীর সিং-এর অনুপ্রেরণা, অভিনেতা বিষ্ণু বিশালের নগ্ন ছবি, তুললেন স্ত্রী জ্বালা গুট্টা
advertisement
সেই থেকে প্রশংসা আর নিন্দার জোর টক্কর চলছে। কেউ বলছেন, রণবীর সাহসিকতার পরিচয় দিয়েছেন, কেউ দাবি করছেন, এ ভাবে নগ্ন হয়ে ক্যামেরার সামনে আসা অনুচিত। কেউ প্রশ্ন তুলছেন, কোনও মহিলা এমন করলে কি মেনে নেওয়া হত?
আরও পড়ুন: নির্লজ্জ মানুষ! ভবিষ্যতে এর ছবি দেখতে যাবেন না, রণবীর নগ্ন হতেই বার্তা অভিনেতার
সম্প্রতি জানা গিয়েছে, রণবীরের বিরুদ্ধে মুম্বই পুলিশে কাছে অভিযোগ দায়ের হয়েছে। যেখানে অভিযোগ, 'মহিলাদের ভাবাবেগে আঘাত' করার জন্য এই মামলা। এই মামলার বিষয়ে যদিও এখনও খুব বেশি তথ্য পাওয়া যায়নি।