দিল্লির সেন্ট স্টিফেন হাসপাতালে প্রয়াত হন তিনি। মৃত্যুর খবর তার পরিবার প্রকাশ্যে আনে। বেনারস ঘরানার ধ্রুপদী সঙ্গীতশিল্পী ছিলেন তিনি। ২০০৭ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি। ইতিমধ্যেই তার মৃত্যুর খবরে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে সংগীত জগতে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। টুইট করেছেন, "পন্ডিত রাজন মিশ্রজি, যিনি ধ্রুপদী সঙ্গীতে জগতে অসামান্য অবদান রেখেছেন তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ। বেনারস ঘরানার এমন একজন শিল্পী চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হল সঙ্গীত জগতের। তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।"
advertisement
১৯৭৮ সালে শ্রীলঙ্কায় বিরাট বড় কনসার্ট করেছিলেন প্রয়াত শিল্পী। সংগীতের যাত্রার প্রথম দিকেই এই অনুষ্ঠান হয়েছিল। এছাড়া জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, আমেরিকা, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, কাতার এবং বাংলাদেশে বহু অনুষ্ঠান করেছেন তিনি।
রাজন মিশ্র ও সজন দুজনেই ভারতীয় শাস্ত্রীয় সংগীত জগতে খ্যাতনামা খেয়াল গায়ক হিসেবে পরিচিত ছিলেন। বর্ষিয়ান শিল্পীর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন অনেকেই। গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি এবং সুরকার সেলিম মার্চেন্ট সংগীতজগতের অন্যান্য ব্যক্তিত্বরা সমবেদনা জানিয়েছেন।
১৯৫১ সালে বেনারসে জন্ম রাজন মিশ্রের। একসঙ্গেই দুই ভাই সংগীত মহলে বড় হয়ে উঠেছেন। পরিবার থেকেই দুজনের সংগীতের হাতে খড়ি। দুজনেই সংগীত একাডেমী পুরস্কার ও গন্ধর্ব জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।