চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, উচ্চ রক্তচাপ ও লিভার সংক্রান্ত জটিলতা-সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিজিৎ। শনিবার রাতে হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হলেও শেষরক্ষা হয়নি।
আরও পড়ুনঃ কবে কোন বিষয়ের পরীক্ষা? প্রস্তুতির আগে একবার চোখ বুলিয়ে নিন উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ রুটিনে
advertisement
ওড়িয়া ও সাম্বলপুরি চলচ্চিত্র এবং অ্যালবামের জন্য ৭০০-রও বেশি গান রচনা করা অভিজিৎ মজুমদার ছিলেন রাজ্যের সঙ্গীতজগতের অত্যন্ত পরিচিত নাম। তাঁর সুরে ভর করেই বহু ছবি ও অ্যালবাম জনপ্রিয়তা পেয়েছে। ‘লভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘সুন্দরগড় রা সলমন খান’-এর মতো ছবির গান আজও শ্রোতাদের মনে গেঁথে রয়েছে।
অভিজিৎ মজুমদারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পীর দেহ কটকে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। একজন সুরকারের চলে যাওয়া মানে শুধু একজন মানুষের বিদায় নয়, বরং একটি সুরেলা সময়ের অবসান। তাঁর সৃষ্টির মধ্যেই চিরকাল বেঁচে থাকবেন অভিজিৎ মজুমদার।
