সম্প্রতি একে অপরকে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে অভিযুক্ত করেছেন। রাজীবের প্রসঙ্গে যদিও চারুর বক্তব্য, তাঁর স্বামী অন্য সম্পর্কে জড়িয়েছেন বলে ধারণা হলেও তিনি প্রমাণ করতে পারবেন না। অন্য় দিকে রাজীব স্ত্রী নির্যাতনে অভিযুক্ত করণ মেহরার সঙ্গে নিজের স্ত্রীর নাম জড়িয়েছেন। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উভয় পক্ষই।
আরও পড়ুন: স্ত্রী নির্যাতনে অভিযুক্ত করণের সঙ্গে সম্পর্ক চারুর? সুস্মিতার ভাইয়ের দাবিতে তোলপাড়
advertisement
তা ছাড়া চারু এক সাক্ষাৎকারে রাজীবের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দায়ের করেছেন। মারধর থেকে শুরু করে পরিবারের দায়িত্ব না নেওয়া।
মেয়ে জিয়ানার জন্য নিজেদের বিয়েকে আর একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেও তা থেকে পিছিয়ে আসতে হয় চারুকে। বিচ্ছেদ বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার পরে একটি পোস্ট দিয়েছিলেন চারু। সেই পোস্টে রাজীবের দিদি অভিনেত্রী সুস্মিতা লিখেছিলেন, 'তোমাদের তিন জনের জন্যই আমি খুব খুশি। দুগ্গা দুগ্গা সোনা।'
আরও পড়ুন: মেয়ের জন্য বিচ্ছেদ করবেন না চারু-রাজীব, সুখবরে 'দুগ্গা দুগ্গা' ধ্বনি সুস্মিতার
কিন্তু চারুর কথায় জানা যায়, রাজীবের বিরুদ্ধে বিবিধ অভিযোগ শোনার পর তিনি সংসার ভাঙার পক্ষে দাঁড়িয়েছেন। চারু বলেন, ''তিনি (সুস্মিতা) কখনওই সব ঠিক করে নেওয়ার পরামর্শ দেননি। প্রথম দিন থেকে তিনি আমাকে নিজের সুখের কথাই ভাবতে বলেছেন সবসময়ে। বরং আমার মা-বাবা বারবার সব মিটিয়ে নেওয়ার কথা বলেছেন। তাঁর (সুস্মিতা) বক্তব্য, যদি আমি রাজীবের সঙ্গে সুখে থাকি, তা হলে যেন সব মিটিয়ে নিই, যদি মনে করি, আলাদা হলে ভাল আছি, তা হলে যেন সেটাই করি।''
অন্য দিকে রাজীব একটি সাক্ষাৎকারে বলেছেন, ''দম্পতির বিবাদের ক্ষেত্রে সব সময়ে লাই ডিটেক্টর পরীক্ষার সুযোগ থাকা উচিত। মানুষ মিথ্যে বলে। যন্ত্র তো বলে না। আমার এই কথা শুনতে শিশুসুলভ মনে হলেও, আমি মনে করি, কেউ যদি প্রমাণ না দিতে পারে তার কথার, তবে সেখানে লাই ডিটেক্টরের মতো মিথ্যে ধরার যন্ত্র থাকা উচিত।''